বাংলা নিউজ > বায়োস্কোপ > Katrina-Vicky: ভিক্যাটের বেডরুমে উঁকি! বরের ঘুম ভাঙাতে ক্যাটের ‘ভালোবাসার ডাক’, হাসি থামবে না

Katrina-Vicky: ভিক্যাটের বেডরুমে উঁকি! বরের ঘুম ভাঙাতে ক্যাটের ‘ভালোবাসার ডাক’, হাসি থামবে না

ভিকি-ক্যাটরিনা 

Katrina-Vicky: ‘আমি একটা ভূত’, এই বলেই ভিকিকে ঘুম থেকে তুলতে ব্যস্ত ক্যাটরিনা। নায়িকার স্বামীর কাণ্ড দেখলে হাসি থামবে না! 

সকাল সকাল বরের ঘুম ভাঙাতে আদুরে থুড়ি ভুতুড়ে ডাক ক্যাটরিনার! আর সেই ডাক শুনে হাসি থামছে না নেটপাড়ার। ভাবছেন কেসটা কী? আসলে ছবির প্রচারে ব্যস্ত ক্যাটরিনার হাত থেকে নিস্তার পাচ্ছেন না স্বামী ভিকি কৌশলও। বরং বরের শান্তির ঘুমে ব্যাঘাত ঘটাতেও পিছপা হচ্ছেন না ‘ফোন ভূত’ নায়িকা।

ইনস্টাগ্রামে একটি মজাদার ভিডিয়ো পোস্ট করেছেন ক্যাট সেখানে দেখা গেল ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে শান্তিতে ঘুমোচ্ছিলেন ভিকি। আচমকাই ক্যাটরিনার কন্ঠস্বর শোনা যায়- ‘মেয় এক ভূত হুঁ’ (আমি একটা ভূত)। ঘুমন্ত অবস্থায় চোখ মেলে বউয়ের কীর্তিতে পুরোপুরি সারপ্রাইজ ভিকি, এরপর ফের মুখ ঢেকে ঘুমের দেশে চলে যান তিনি।

ভিডিয়োর ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘বউয়ের ভালোবাসার ডাক’। এই ভিডিয়োর কমেন্ট বক্সে হাসির রোল। নায়িকার ‘ফোন ভূত’ কো-স্টার সিদ্ধান্ত চতুর্বেদী লিখেছেন, ‘হা হা হা হা’। একই প্রতিক্রিয়া শ্বেতা বচ্চন, এষা গুপ্তাদের।

ভিডিয়োতে ক্যাটরিনা-ভিকির সুসজ্জিত বেডরুমের ঝলকও উঠে এল। ধূসর রঙা বিছানার উপর পাতা ধূসর নীলাভ চাদর ও একই রঙা ব্ল্যাঙ্কেট ও বালিশের ঢাকা। বিছানার ঠিক পাশে একটা ছোট্ট টেবিল, সেখানে রাখা টেবিল লাম্প আর বেশকিছু জলের বোতল। পাশেই রয়েছে পর্দা।

প্রসঙ্গত ফোন ভূত ছবিতে সুন্দরী ভূতের চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। পরিচালক অমর কৌশিকের এই ছবিতে ক্যাটের কো-স্টার হিসাবে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। আগামী ৪ঠা নভেম্বর মুক্তি পাবে এই ছবি। 

এই হরর কমেডির প্রমোশনের ফাঁকে সম্প্রতি দাম্পত্য জীবনের এক মজার সিক্রেট ফাঁস করেছেন ক্যাট। বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন, ‘ও (ভিকি) খুব অদ্ভূত একটা মানুষ, তবে খুব স্পেশ্যাল। ওর মধ্যে এমন অনেক গুণ আছে যেগুলো আমার জন্য আদর্শ। তুমি জানো আমাকে ও কী বলে ডাকে? (সলজ্জ হাসি) আমার প্যানিক বটন। কারণ আমি সবসময় প্যানিক করি, আমি একটু আতঙ্কিত মানুষ।… আমি তো প্যানিক করতে গিয়ে নিজের হাত নাড়ি আর বলি যদি, মানে যদি… আর উলটো দিক থেকে ও (ভিকি) বোঝাতে থাকে শান্ত হও আমার প্যানিক বটন। আসলে আমরা একে অপরের পরিপূরক। আমি জানি না আমি ওর জীবনে ব্যালেন্স আনতে পেরেছি কিনা, কিন্তু ও আমার জীবনটা ব্যালেন্স করে দিয়েছে’।

গত বছর ডিসেম্বরে রাজস্থানের সাওয়াই মাধোপুরের ৭০০ বছরের পুরোনো কেল্লায় সাত পাকে বাধা পড়েন ভি-ক্যাট। বিয়ের আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একটা শব্দও খরচ করেননি দুজনে। তবে তাঁদের প্রেম কাহিনি কারুর অজানা ছিল না। বিয়ের পর দাম্পত্য জীবনের ঝলক প্রায়শই সোশ্যালে তুলে ধরেন দুজনে।

বায়োস্কোপ খবর

Latest News

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.