বাংলা নিউজ > বায়োস্কোপ > Koneenica as Mamata: মমতার ভূমিকায় কনিনীকা! সামনে এল ফার্স্ট লুক, ডিজির চরিত্রে TMC সাংসদ শান্তনু

Koneenica as Mamata: মমতার ভূমিকায় কনিনীকা! সামনে এল ফার্স্ট লুক, ডিজির চরিত্রে TMC সাংসদ শান্তনু

দিদির ভূমিকায় কনীনিকা বন্দ্যোপাধ্যায়! (ছবি সৌজন্যে- টুইটার ও এএনআই)

Koneenica as Mamata: কন্যাশ্রী প্রকল্প নিয়ে এবার আস্ত একটা ছবি! ‘সুকন্যা’য় মমতার ভূমিকায় থাকছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছবির বড় চমক তৃণমূল সাংসদ শান্তনু সেন। 

ছোটপর্দা হোক বা রুপোলি পর্দা, টলিউডের পরিচিত মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। আর এবার ‘দিদি’ ভূমিকায় অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ‘সুকন্যা’। রাজনৈতিক ব্য়ক্তিত্বদের নিয়ে বায়োপিক বা জীবনীচিত্র নতুন নয়, তবে এই ছবি আক্ষরিক অর্থে মমতার বায়োপিক নয়। বরং সিঙ্গুর জমি আন্দোলন ও রাজ্য় সরকারের প্রকল্প ‘কন্যাশ্রী’কে কেন্দ্র করে এগোবে এই ছবি। রাষ্ট্রপুঞ্জে সেরা প্রকল্পের স্বীকৃতি পেয়েছে বাংলার 'কন্যাশ্রী' প্রকল্প, তাই থাকছে এই ছবির কেন্দ্রবিন্দুতে।

হ্যাঁ, পরিচালক উজ্জ্বল মিত্রের এই ছবির কেন্দ্রে থাকছে দুর্গা। অভাবের সংসারে রাজ্য সরকারের প্রকল্প এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য পেয়েই দুর্গার আইপিএস অফিসার হওয়ার স্বপ্নপূরণ হয়েছে। দুর্গার ভূমিকায় থাকছেন শ্রেয়সী ঘোষ। মুখ্যমন্ত্রীর আদলে তৈরি কনীনিকার চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই শহরের এক স্টুডিওয় শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। সেখানে মমতার লুকে ধরা দিলেন কনীনিকা। তাঁকে দেখে সত্যি চমকে যেতে হয়।

নীল বা সবুজ পাড় সাদা শাড়িতে পাওয়া গেল কনীনিকাকে। ‘দিদি’র চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উত্তেজিত কনীনিকা। এই ছবিতে রাজ্য পুলিশের ডিজির চরিত্রে ধরা দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শ্যুটিং ফ্লোরের যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা গেল পুলিশের পোশাক পরে রয়েছেন শান্তনু। পাশে মমতা-রূপী কনীনিকা এবং ছবির নায়িকা দুর্গা ওরফে শ্রেয়সী। 

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন। আবৃত্তি, লেখালেখির দিকে তাঁর ঝোঁক বরাবের, এবার সোজা অভিনয়ে। সেটে উপস্থিত লোকজনেরা বলছেন রীতিমতো পেশাদার অভিনেতার মতো সংলাপ আওড়াচ্ছেন শান্তনু। স্ক্রিপ্ট মুখস্থ রাখছেন আগে থেকেই।

জানা গিয়েছে, শুধুমাত্র ‘কন্যাশ্রী’ প্রকল্প-ই নয়, ‘সুকন্যা’ সিনেমার বড় অংশ জুড়ে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন-সংগ্রামও। কেমন হবে এই ছবির গল্প?২০০৬ সালে সিঙ্গুর জমি আন্দোলনের সময় বিরোধী দলনেত্রীর আন্দোলনে শামিল হয়েছিলেন দুর্গার বাবা। এরপর একদিন হঠাৎ করেই উধাও হয়ে যান তিনি। এর পর রাজ্যে পালাবদল, দিদির সরকার গঠন। এবং মমতার প্রকল্পের ছত্রছায়ায় দুর্গার বেড়ে ওঠা।

'মায়া'র ভূমিকায় অভিনয় নিয়ে কনীনিকা জানিয়েছেন, ‘শ্যুটিং চলছে। আমি পুরোপুরি কপি করছি, এমন নয়। এমন একটি ভূমিকা, ওঁনাকে পুরোপুরি কপি করা সম্ভবও নয়।’

সব কিছু ঠিকঠাক থাকলে এই বছর এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। এর আগে টলিউডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ‘বাঘিনী’। সেই ছবি নিয়ে কম বিতর্ক হয়নি। কনীনিকাকে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছে ‘প্রজাপতি’ ছবিতে। ‘আয় তবে সহচরী’ শেষ হওয়ার পর আপতত ছোট পর্দা থেকে অনেক দূরে অভিনেত্রী। 

 

 

বন্ধ করুন