হাসপাতালে ভর্তি অভিনেত্রী লহমা ভট্টাচার্য। হাসপাতালের বিছানায় শুয়ে লহমা নিজেই তাঁর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে অভিনেত্রীর হাতে স্য়ালাইনের চ্যানেল দেখা যাচ্ছে। আর তারপরই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। অনেকেই প্রশ্ন করতে থাকেন ঠিক কী হয়েছে লহমার?
হাসপাতালে ভর্তির খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লহমা ভট্টাচার্য লিখেছিলেন, ‘শ্যুটিংয়ের দিনটা অন্যরকমভাবে পরিকল্পনা করা হয়েছিল। তবে ঘটল অন্যরকম। তবে দুর্ঘটনা তো ঘটতেই পারে। অস্ত্রোপচারও হয়ে গিয়েছে। আমাকে আরও শক্ত হতে হবে।’ কিন্তু ঠিক কী হয়েছে লহমার?
জানা যাচ্ছে, মঙ্গলবার পরিচালক প্রতীম ডি গুপ্তার চালচিত্র ছবিটির একটা গানের শ্যুটিং চলছিল। টোটা রায়চৌধুরী এবং শান্তনু মাহেশ্বরীর সঙ্গে আইটেম নম্বরে ছিলেন লহমাও। হঠাৎই নাচতে গিয়ে একটা নখ পায়ের আঙুলের মাংসের মধ্যে ঢুকে যায়, পরে অস্ত্রোপচার করে সেটি ঠিক করা হয়। তবে অভিনেত্রী এখন এক্কেবারেই সুস্থ বলেই জানা যাচ্ছে। বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা।
আরও পড়ুন-অনলাইনে পিৎজা অর্ডার করে এটা কী হাতে পেলেন! ক্ষোভ উগরে দিলেন অঙ্কুশ
আরও পড়ুন-একফ্রেমে টোটা-রাইমা-অনির্বাণ, আসছে 'চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল', কেমন এই গল্প?
জিতের 'রাবণ' ছবির মাধ্যমে টলিপাড়ায় ডেবিউ করেছিলেন লহমা ভট্টাচার্য। পরে পরমব্রত-আবিরের সঙ্গে 'বিয়ে বিভ্রাট' ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। আর এবার প্রতীম ডি গুপ্ত পরিচালিত থ্রিলার ছবি ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’ ছবিতেও রয়েছেন তিনি।
প্রসঙ্গত, লহমার যে নাচের দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে, ঊষা উত্থুপের গাওয়া সেই আইটেম নম্বরে ডান্স করতে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’র পর আরও একবার নাচতে দেখা যাবে টোটাকে। তবে এবার আর ক্লাসিক্যাল নয়, আইটেম নম্বর।
জানা যাচ্ছে, উক্ত আইটেম ড্যান্সের কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন পালকি মালহোত্রা। এই নাচের সম্পর্কে টোটা জানিয়েছেন, মাত্র ৩ ঘণ্টাতেই তাঁরা নাচটি রপ্ত করেছেন। যদিও শান্তনুর মতো ট্রেন্ড ড্যান্সারের সঙ্গে নাচার অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, 'ওর জন্যই এসির মধ্যে বসে ঘামছি।' তবে আবার শান্তনু বলেন, তাঁর বাংলায় কাজ করে ভালো লাগছে, যদিও ভাষাটা এখনও তেমন সাবলীল হয়নি তাঁর। বাংলায় আরও কাজ পেলে সেই সমস্যার সমাধান হবে বলেই তাঁর বিশ্বাস। জানা যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর বড়দিনের আগে মুক্তি পাবে এই ছবিটি।