একসময় অভিনয় করেছেন বহু জনপ্রিয় বাংলা ছবিতে। এমনকি মহানায়ক উত্তমকুমারের সঙ্গেও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। বর্তমানে এই মুহূর্তে 'নিম ফুলের মধু' ছবিতে নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। তবে অবশ্য বেশকিছুদিন ধরে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হচ্ছে জনপ্রিয় এই 'নিম ফুলের মধু' ধারাবাহিকটি। আর এবিষয়েই মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। জানালেন, নিজের পুজো কাটানোর পরিকল্পনার কথাও।
ঠিক কী বলেছেন লিলি চক্রবর্তী?
এবিষয়ে টিভি৯ বাংলাকে লিলি চক্রবর্তী জানান, ধারাবাহিক শেষ হওয়ার বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই। তবে এই মুহূর্তে তিনি হাঁটুর ব্যাথায় কাবু বলেও জানিয়েছেন লিলি চক্রবর্তী। জানান, হাঁটুর ব্য়াথার জন্য ডাক্তারও দেখিয়েছেন, এজন্য দেড়মাস ওষুধ খেতে হবে তাঁকে। ফিজিওথেরাপিও করতে হতে পারে বলেও জানান বর্ষীয়ান অভিনেত্রী।
'নিম ফুলের মধু' ছাড়া আর অন্যকোনও ধারাবাহিকে অভিনয় করবেন কিনা সেবিষয়ে লিলি চক্রবর্তী জানান, ধারাবাহিকের গল্প ও চরিত্র পছন্দ হলে তাঁর সিরিয়ালে অভিনয় করতে কোনও সমস্যা নেই। সে তো নাহয় হল, তবে এবার পুজো কীভাবে কাটাবেন বর্ষীয়ান অভিনেত্রী?
লিলি চক্রবর্তীর কথায়, ‘আরজি করের ঘটনায় আমাদের সকলেরই মন খারাপ। ডাক্তার দেখিয়ে ফেরার সময়ই দেখলাম, দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। কিন্তু মনের মধ্যে কোও আনন্দ নেই। আজকাল অনেক বড় বড় প্য়ান্ডেল তৈরি হয়। যদি সেটা না থাকে, তাহলে মণ্ডপের আকার যতই বড় হোক লাভ কী!’
লিলি চক্রবর্তী জানান, দুর্গাপুজোর সময় বাড়িতে পরিবারের সঙ্গেই কাটাতে চান লিলি চক্রবর্তী। তাঁর কথায় ‘এবার দুর্গাপুজোর সময় ৪দিনই বাড়িতে থাকব, সেটাই ঠিক করেছি।’
প্রসঙ্গত, পাঁচের দশকের শেষের দিকে অভিনয় জগতে এসেছিলেন। জন্ম বাংলাদেশের ঢাকায়। সেখানথেকে চলে এসেছিলেন ভারতে। বাবা কেশবচন্দ্র চক্রবর্তী ছিলেন থিয়েটারের নামী অভিনেতা। লিলি-র প্রথম কাজ ছিল ‘ভানু পেল লটারি’ সিনেমা। সিনেমা, সিরিয়াল, সিরিজে এখনও কাজ করে চলেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
১৯৪১ সালের ৮ অগস্ট জন্ম ঢাকায়। জানা যায়, ১৯৪৬ সালে মা-বাবার সঙ্গে চলে আসেন কলকাতায়। তারপর চলে যান মধ্যপ্রদেশে মামাবাড়িতে। সেখানেই প্রথামিক পড়াশোনা। তারপর মামা বদলি নিলে চলে আসেন কলকাতায়। বেলুড়ের এরটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আইএ পাশ করেন। লিলি চক্রবর্তীর অভিনয়ে হাতেখড়ি ক্লাবে নাটক দিয়ে। ‘ভানু পেল লটারি’-তে লিলি-র চরিত্রের নাম ছিল মিস মায়া। একাধিক ছবিতে কাজ করেছেন উত্তমকুমারের সঙ্গেও। দেওয়া নেওয়া, ভোলা ময়রা, দুই পুরুষ, দেবদাস-এ দেখা গিয়েছে লিলিকে। সুচিত্রা সেনের সঙ্গে দেখা গিয়েছে দ্বীপ জ্বেলে যাই সিনেমায়। এছাড়াও বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।