'আমি শিবভক্ত', একথা বহুবার বলতে শোনা গিয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারকে। এর আগে যখনই যেখানে বেড়াতে গিয়েছেন কিংবা শ্যুটিংয়ে গিয়েছেন শিবমন্দির খুঁজে সেখানে পুজো দিতে পৌঁছে গিয়েছেন মধুমিতা। আর এবার বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনে বৈদ্যনাথ ধামে ছুটে গেলেন অভিনেত্রী। তাও আবার নিজে একা গাড়ি চালিয়েই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল মধুমিতাকে।
কিন্তু কোথায় রয়েছে এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির?
এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম রয়েছে প্রতিবেশী রাজ্য ঝড়খণ্ডের দেওঘর শহরে। প্রাচীন এই মন্দির দর্শনেই এবার পৌঁছলেন মধুমিতা। তাও আবার নিজে গাড়ি চালিয়ে। অভিনেত্রী নিজেই ফাঁকা রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে গাড়িতে গান চালিয়ে, নিজেই সেই গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছেন মধুমিতা। তাঁর গাড়িতে চলেছে, অরিজিৎ সিং-এর গাওয়া ‘মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে’ গানটি। যেটি কিনা ‘হিরোগিরি’ ছবির গান।
মধুমিতা নিজে সেই গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে। তাঁর পরনে সাদা শাড়ি। আবার গাইতে গাইতেই অভিনেত্রী কাউকে পরিষ্কার, ঝলমলে আকাশ দেখে বলে উঠলেন, ‘আকাশটা দেখো, ওয়াও…’। যদিও তাঁর সঙ্গে গাড়িতে কে ছিলেন তা অবশ্য ভিডিয়োতে দেখা যায়নি। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে মধুমিতা লিখেছেন, ‘উঠলো বাই তো শিবের ঠাঁই! গন্তব্য এই বার তাই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, ওঁ নমঃ শিবায়’। মধুমিতা আবার সকলের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, ‘আপনি লং ড্রাইভে গেলে কী গান চালান?’
মধুমিতার এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন., ‘আপনি গাড়ি চালাতে চালাতে প্রেমের গান গাইছেন, আরেকজন শুনছে। যান দেওঘর, এটা আমার সেকেন্ড হোম। তবে নিরাপদে যান, নিরাপদে গাড়ি চালান। আর হ্যাঁ, আমার লং ড্রাইভ গান হল লাকি আলির গাওয়া হ্যায়রত।’
আরেক নেটিজেন লিখেছেন, 'বৈদ্যনাথ আমার প্রিয় জায়গা অনেক বার গিয়েছি আমি.. যাও ঘুরে এসো দারুন জায়গাটা। আমাদের মোটো ট্যুর লাভারস-এর একদম পারফেক্ট জায়গা। আর তোমার গানের গলাটাও সুন্দর, মাঝে মাঝে গান গেয়েও রিলস পোস্ট করতে পারো। যাও ঘুরে এসো, আরও ছবির অপেক্ষায় থাকলাম। এছাড়াও আরও অনেক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।