বলিউড তারকারা নতুন নতুন সম্পত্তি কিনতে দু-পা বাড়িয়ে থাকেন। ব্যতিক্রম নন মাধুরী দীক্ষিতও। মায়ানগরীর এক বিলাসবহুল কমপ্লেক্সে নতুন অ্যাপার্টমেন্ট কিনে ফেললেন বলিউডের ধকধক গার্ল। শহরের অন্যতম পশ এলাকা লোয়ার প্যারেলে অবস্থিত এই অ্যাপার্টমেন্টটি ৫৩তম তলায় অবস্থিত। গত ২৮শে সেপ্টেম্বর নতুন সম্পত্তির রেজিস্ট্রেশন সেরেছেন মাধুরী।
এই মূল্যবান ফ্ল্যাটটি ইন্ডিয়াবুলস আবাসনে অবস্থিত এবং আরব সাগরমুখী। দক্ষিণ মুম্বইয়ের ওয়ারলি-তে ১০ একর জায়গা জুড়ে গড়ে ওঠেছে এই আবাসন। কী নেই এখানে! বিরাট সুইমিং পুল, ফুটবল খেলার মাঠ, জিম, স্পা, ক্লাব- আরও কত্তো কী! আবাসনের ৫৩তম তলায় অবস্থিত মাধুরীর অ্যাপার্টমেন্টটি ৫,৩৮৪ স্কোয়ার ফিট জায়গা জুড়ে অবস্থিত। রয়েছে সাতটি গাড়ি পার্কিং-এর জায়গা। এছাড়াও মাধুরীর ফ্ল্যাট থেকে শহরের মনোরম দৃশ্য ধরা পড়বে।
দাম কত?
মাধুরীর কেনা এই সম্পত্তির নিবন্ধীকরণ হয়েছে এই বছরের ২৮ সেপ্টেম্বরে। এই ফ্ল্যাট কিনতে ২.৪ কোটির স্ট্যাম্প ডিউটি চোকাতে হয়েছে অভিনেত্রীকে। অন্যদিকে এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের জন্য ৪৮ কোটি টাকা গ্যাঁটগচ্ছা গেল মাধুরীর। প্রসঙ্গত, মহারাষ্ট্রে যদি কোনও মহিলা বাড়ির কেনেন তাঁকে স্ট্যাম্প ডিউটিতে এক শতাংশ ছাড় দেয় রাজ্য সরকার, মাধুরীও সেই সুবিধা পেয়েছেন।
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি। ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন অভিনেত্রী। এরপর বেশ কয়েক বছর মার্কিন মুলুকে সংসার করেছেন অভিনেত্রী। সেইসময় শোবিজ জগত থেকে নিজেকে দূরেই রেখেছিলেন মাধুরী। কিন্তু দেশে ফিরে আবারও মুম্বইয়ের গ্ল্যামার জগতে দাপটের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। আপতত ডান্স রিয়ালিটি শো ‘ঝলক দিখলাজা ১০’-এর বিচারক হিসাবে দেখা যাচ্ছে তাঁকে। আগামি ৬ই অক্টোবর আমাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাচ্ছে মাধুরীর নতুন ছবি ‘মাজা মা’। তাঁকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘ফেম গেম’-এ।