জালিয়াতির শিকার টলি অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। তবে এশহরে নয়, রাজধানী দিল্লিতে। গত সপ্তাহেই বোনের সঙ্গে দিল্লি বেড়াতে গিয়েছিলেন মাধুরিমা। জানা যাচ্ছে, সেখানে গিয়েই অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার হন তিনি। অভিনেত্রী জানিয়েছেন একটি ৫তারা বিলাসবহুল হোটেল বুক করতে গিয়েছিলেন তিনি। ইন্টারনেট থেকেই দুটি নম্বর নিয়ে বুক করার চেষ্টা করেন। সেই নম্বরে টাকা পাঠিয়েই বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন।
এবিষয়ে আনন্দবাজারকে অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী জানিয়েছেন, তাঁকে একটা স্ক্যানার পাঠানো হয়েছিল। ওই নম্বরে টাকা পাঠানোর পরই তাঁকে ব্লক করে দেওয়া হয়। নম্বরটাই মুছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধুরিমা। তাঁর কথায়, পরে তিনি এবিষয়ে ওই হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন, পুরো বিষয়টি জানান, তবে তাঁরা তাঁকে সাফ জানিয়েছেন ওই নম্বর দুটি তাঁদের নয়।
আরও পড়ুন-বউ আলিয়া ও মেয়ে রাহাকে বিলাসবহুল বেন্টলি গাড়িতে কোথায় চললেন রণবীর? এই গাড়ির দাম জানেন?
অভিনেত্রীর দাবি, হোটেল ভাড়ার জন্য যে টাকা তিনি অনলাইনে পাঠিয়েছিলেন, শুধু সেটুকুই খোয়া গিয়েছে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিনি টাকা পাঠিয়েছিলেন প্রতারকরা সেখান থেকে কোনও টাকা হাতিয়ে নিয়ে পারেনি।
যদিও মাধুরিমা জানাচ্ছেন, তিনি এবিষয়ে পুলিশের কাছে এখনও কোনও লিখিত অভিযোগ জানাননি, তবে পরিচিতের কাছ থেকে জেনেছেন, দিল্লিতে বর্তমানে এধরনের প্রতারণা বেড়েছে। সেই পরিচিতই তাঁকে জানান, এক্ষেত্রে পুলিশকে অভিযোগ জানিয়েও লাভ হয়না, তাই তিনি আর থানায় যাননি। তাঁর কথায়, ‘বেড়াতে গিয়ে এমন জালিয়াতির মুখে পড়ব ভাবিনি।’ এই ঘটনা তাঁর মনে ভয় ঢুকিয়ে দিয়েছে বলেও জানান। সকলকে এবিষয়ে সতর্ক থাকার কথাও বলেন।
কাজের ক্ষেত্রে শেষবার 'রাঙামতি তীরন্দাজ' ধারাবাহিকে মাধুরিমাকে দেখছেন দর্শকরা। তবে শারীরিক অসুস্থতার কারণে সেই সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। যদিও খুব শীঘ্রই তিনি শ্যুটিংয়ে ফিরবেন বলেও জানিয়েছেন।