বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ মানসী সিনহা। নিজ অভিনয় গুণে দীর্ঘ সময় ধরে ছোটপর্দায় দাপিয়ে বেরাচ্ছেন এই চরিত্রাভিনেত্রী। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’তে দেখা যাচ্ছে তাঁকে। ঊর্মির ছোট ঠাম্মি হিসাবে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবে এই সিরিয়ালের পাশাপাশি আরও একটা সিরিয়ালের অংশ তিনি বা বলা ভালো অংশ ছিলেন তিনি।
সান বাংলার মেগা ধারাবাহিক ‘কন্যাদান’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল মানসী সিনহাকে। তবে আচমকাই এই সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন মানসী। কন্যাদান ধারাবাহিকে মন্দিরা দেবী চরিত্রে এতদিন অভিনয় করছিলেন মানসী, তবে এবার মানসীর জুতোয় পা গলালেন টেলিপাড়ার অন্যতম পরিচিত মুখ স্বাগতা মুখোপাধ্যায়।

কী কারণে ‘কন্যাদান’ থেকে সরে দাঁড়ালেন মানসী তা স্পষ্ট নয়। দর্শকরা এই চরিত্রটিতেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মানসীকে। তবে মনে করা হচ্ছে আসন্ন কোনও সিরিয়ালে অধিক গুরুত্বপূর্ন চরিত্র পেয়েছেন মানসী, এর জেরেই মানসীর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। নতুন মন্দিরা দেবী হিসাবে স্বাগতা মুখোপাধ্যায় দর্শক মন জয় করতে কতটা সফল হবে, সেটাই এখন দেখবার।