2/8বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মিষ্টি। তার আগে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন হবু বরের। টেলিপাড়ার পরিচিত মুখ মিষ্টির মনের মানুষ।
3/8বৃহস্পতিবার ইনস্টায় হবু বরের চোখের ছবি পোস্ট করে মিষ্টি লেখেন, ‘প্রথম ওর ওই দুটো চোখের প্রেমে পড়েছিলাম আমি’। রেমোর বাদামি চোখের জাদুতেই মন হারিয়েছিলেন মিষ্টি বলে দিলেন অকপটে। টেলিপাড়ার পরিচিত মুখ মিষ্টির মনের মানুষ।
4/8সন্ধ্যা গড়াতেই বরের গালে চুমু আঁকলেন মিষ্টি। হাতে গোলাপের তোড়া, রোমোকে জড়িয়ে ধরে মিষ্টি ছবি পোস্ট করলেন ‘আলতা ফড়িং’ খ্যাত অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘লজ্জায় লাল’। হবু কনের চেয়ে বড়ই বেশি লজ্জা পাচ্ছে সাফ কথা মিষ্টির। (ছবি-ইনস্টাগ্রাম)
5/8১৪ বছরের প্রেম সম্পর্ক মিষ্টি-রেমোর। এই প্রেম কাহিনি অজানা নয় টেলিপাড়ার অন্দরে। তবে নিজেদের সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় কখনই প্রকাশ্যে আনেননি জুটি। (ছবি-ইনস্টাগ্রাম)
6/8প্রেমের কথা জানতে না দিলেও মিষ্টি আর রেমো-কে হামেশাই হ্যাং আউট করতে দেখা গিয়েছে অতীতে। টলিউডের পার্টির পরিচিত মুখ রেমো। রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে তাঁর, একটি প্রোডাকশন কোম্পানিও রয়েছে মিষ্টির হবু বরের। (ছবি-ইনস্টাগ্রাম)
7/8বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বসবে মিষ্টির বিয়ের আসর। মন্ত্রোচ্চারণ করে বিয়ে নয়, ১৮ই মে শুধু রেজিস্ট্রি করে সিঁদুরদান আর মালাবদল করবেন মিষ্টি-রেমো। তবে তাঁদের বিয়ের আসরে হাজির থাকবে টেলি ইন্ডাস্ট্রির বন্ধুরা। (ছবি-ইনস্টাগ্রাম)
8/8আপতত জমিয়ে আইবুড়ো ভাত খেতে ব্যস্ত অভিনেত্রী। টেলিপাড়ার সহকর্মী থেকে আত্মীয়, সকলেই পেটপুড়ে খাওয়াচ্ছে নায়িকা। বিয়ের আগে নিজের ওজন বেড়ে যাওয়া নিয়ে রীতিমতো চিন্তিত মিষ্টি!