বাংলা নিউজ > বায়োস্কোপ > Sayantika Banerjee: ‘মটন, ইলিশও খাই, আবার শুধু লাবড়া খেয়েও থাকতে পারি’! কোনও কিছুতেই 'না' নেই, বলছেন সায়ন্তিকা

Sayantika Banerjee: ‘মটন, ইলিশও খাই, আবার শুধু লাবড়া খেয়েও থাকতে পারি’! কোনও কিছুতেই 'না' নেই, বলছেন সায়ন্তিকা

সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়

সায়ন্তিকা জানিয়েছেন, তিনি যে ভীষণ কড়া ডায়েটে থাকেন, তা নয়। পরস্থিতি অনুযায়ী ডায়েটের মেনু ঠিক করেন। বাঁকুড়ায় যখন থাকতেন, তখন কখনও গ্রিলড চিকেন, চিকেন স্ট্যু বানিয়ে খেয়েছেন। আবার সেখানকার টাটকা সবজিও তাঁর ভীষণ পছন্দের ছিল। ভাত খাওয়া খারাপ, একথায় তিনি বিশ্বাস করেন না বলে জানান।

সদ্য বিধায়ক নির্বাচিত হয়েছেন। বরাহনগরের বিধায়িকা তিনি। আর তাই টালিগঞ্জ ছেড়ে আপাতত বরাহনগরে এসে থাকা শুরু করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে এতদিন টালিগঞ্জে থাকলেও সায়ন্তিকার বড় হওয়া কিন্তু সল্টলেকে। তবে অভিনেত্রী তথা বিধায়িকা সায়ন্তিকার ব্যক্তিগত জীবনটা কিন্তু বেশ আটপৌরে। সম্প্রতি রান্নাবান্না থেকে খাওয়াদাওয়া সহ নানান বিষয়ে কথা বলেছেন সায়ন্তিকা। 

খাওয়াদাওয়া, রান্নাবান্না নিয়ে সায়ন্তিকা সম্প্রতি ‘এইসময়’কে বলেন, ‘মা আমাকে ভালোবেসে সবকিছু খেতে শিখিয়েছেন। সেকারণে, এমন কিছু নেই, যা আমি অপছন্দ করি। সেজন্য মাকেই ধন্যবাদ দিতে ইচ্ছে করে। যাঁরা সবকিছু খেতে ভালোবাসে, তাদের কোনওকিছুতেই কোনও সমস্যা হয় না। উচ্ছে আলুসিদ্ধ, নিম-বেগুন, এসব আমার খুবই পছন্দের। খুচুরি, লাবড়া খেতেও আমি দারুণ ভালোবাসি। শুধুই লাবড়া খেয়ে থেকে যেতে পারি। মটন, ইলিশমাছ, মুড়িঘণ্ট, এগুলো আমার খুব প্রিয়। শাকসবজি খেতে ভীষণ ভালোবাসি।’

তবে শুধু খাওয়াদাওয়া নয়, এর পাশাপাশি শরীরচর্চাও নিয়মিত করেন সায়ন্তিকা। অভিনেত্রী, তথা বিধায়িকা জানিয়েছেন, জিমে যাওয়ার সময় না পেলে বাড়িতেই শরীরচর্চা করে নেন। তবে এক্সারসাইজ না করে থাকতে পারেন না বলে জানান।

সায়ন্তিকা জানিয়েছেন, তিনি যে ভীষণ কড়া ডায়েটে থাকেন, তা নয়। পরস্থিতি অনুযায়ী ডায়েটের মেনু ঠিক করেন। বাঁকুড়ায় যখন থাকতেন, তখন কখনও গ্রিলড চিকেন, চিকেন স্ট্যু বানিয়ে খেয়েছেন। আবার সেখানকার টাটকা সবজিও তাঁর ভীষণ পছন্দের ছিল। ভাত খাওয়া খারাপ, একথায় তিনি বিশ্বাস করেন না বলে জানান। তবে পরিমাণ মেপে খাওয়া উচিত বলে মনে করেন। তাঁর কথায়, ডায়েটে থাকার সময়েও অনেকে বাইরে থেকে খাবার আনান, তার থেকে ভাত, ডিম সিদ্ধ খওয়া ভালো। তাই পরিস্থিতি অনুযায়ী ডায়েট ঠিক করা উচিত। 

তবে বিধায়ক হওয়ার পর যখন ঠিকমতো ডায়েট করার সময় পাচ্ছেন না, তখন টক দই, শসা খেয়ে শরীর ঠিক রাখছেন বলে জানান সায়ন্তিকা। তবে নিজে রান্না করতে পারেন কিনা সেবিষয়ে সায়ন্তিকা জানান, লক-ডাউনের আগে তিনি রান্না করতে পারতেন না, তবে এখন পারেন, বন্ধুদের রান্না করে খাওয়াতেও পারেন। তবে রান্না করলে মা-কে ফোন করে রেসিপি জেনে নেন বলে জানান। বিদেশে গেলেও সেখানকার মতো করে খাবার খেতেই পছন্দ করেন বলে জানিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কখনও পিৎজা, কখনও বা চাইনিজ, কন্টিনেন্টাল সবই খান।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘আমাদের ভালোবাসার টেনিসকে তুমি গর্বিত করেছ,’ রাফার অবসরে আবেগঘন বার্তা ফেডেরারের Exclusive: ৫২টি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিল মোদী ক্যাবিনেট স্কুটার-মোটরবাইকে ধাক্কা বিলাসবহুল গাড়ির, প্রাণ গেল ফুড ডেলিভারি এজেন্টের কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনের নয়া গাইডলাইন, NPS কন্ট্রিবিউশনের নতুন নিয়ম স্তন ঢেকে দু-হাত! মা দুর্গার সামনে শরীর প্রদর্শন করায় কটাক্ষ মডেলকে গোটার বিরাট দাম,বাংলাদেশে এই প্রথম কেটে বিক্রি হচ্ছে ইলিশ, অসন্তুষ্ট ব্যবসায়ীরা ছেলেকে বলুন অনশন তুলে নিতে, শরীর খারাপ হয়ে যাবে,বাড়িতে ফোন করে চাপ দিচ্ছে পুলিশ রসগোল্লার রস মাখালেন আলুর তরকারিতে, ডোবালেন লুচি! মিমির খাওয়া দেখে হাঁ নেটপাড়া আগে প্রমাণ হাতে আসুক, তারপরই হরিয়ানায় ইভিএম কারচুপি নিয়ে সোচ্চার হবে কংগ্রেস অনশনের মাঝে ভাইরাল ডাক্তার স্নিগ্ধা-দেবাশিসের বিয়ের ছবি! ভালোবাসায় ভরাল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.