Monami Ghosh: জন্মদিনের ছুটি কাটাতে থাইল্যান্ড গিয়েছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। আর তাঁর সেই ট্রিপের ছবিই সবাইকে মুগ্ধ করে রেখে দিয়েছে। কখনও বিকিনি তো কখনও ডেনিম শর্টস! চোখ ফেরানো দায় অভিনেত্রীর থেকে।
1/6বয়স ৩৮ ছুঁলেও বোঝা দায় তাঁকে দেখে। দিন দিন যেন তাঁর কমছে। ছিপছিপে গড়ন, টোন্ড ফিগার যাকে বলে আর কি, সঙ্গে মাখনের মতো পেলব শরীর। সবটা মিলিয়েই যেন দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছেন মনামী ঘোষ। তিনি তাঁর জন্মদিন কাটাতে কিছুদিন আগেই থাইল্যান্ড উড়ে গিয়েছিল। তাঁর সেই ট্রিপের ছবি সকলকে মুগ্ধ করে রেখে দিয়েছে। কখনও তাঁকে বিকিনিতে দেখা গিয়েছে তো কখনও আবার শর্ট ড্রেস। দেখুন তাঁর নজর কাড়া কিছু সাজ।
2/6জন্মদিন উপলক্ষ্যে যেহেতু বেড়াতে যাওয়া সেহেতু তাঁকে প্রথম যে ছবি শেয়ার করতে দেখা যায় এই ট্রিপের সেটা হল একটি কালো রঙের সুইম স্যুটে। চুল খুলে কেক হাতে তিনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তোলেন। তাঁর কেকে লেখা ছিল ওয়েলকাম টু পাইসিস সিজন।
3/6এরপর তাঁকে মাল্টি কালারের একটি পোশাক পরে ব্যাংককের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। স্লিভলেস ড্রেস, চুল বেনী করা, মুখে লেগে সেই চেনা মিষ্টি হাসি। শহরের নানা প্রান্তে দাঁড়িয়ে তিনি পোজ দিয়ে ছবি তোলেন।
4/6এরপর তাঁকে একটি কালো হলুদ রঙের বিকিনি পরেও ছবি দিতে দেখা যায়। তাঁর হাতে এখানে খাবারের থালা ধরা ছিল। চোখে ছিল রোদ চশমা।
5/6অন্যদিকে আরও একটি ছবিতে তাঁকে বিকিনির উপর জালের পোশাক পরে কোকের ক্যান হাতে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায়।
6/6বাদ দেন না বাহারি ফুলের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতেও। ক্রপ টপ এবং শার্ট, জিন্সেও অনন্যা লাগছিল তাঁকে। গোলাপি রং যে তাঁর কত পছন্দের সেটা তাঁর এই পোস্ট থেকেই বোঝা যায়।