
তুড়ি মেরে পোশাক বদলাচ্ছেন,ভাইরাল নুসরত জাহানের ইনস্টাগ্রাম রিল ভিডিয়ো
১ মিনিটে পড়ুন . Updated: 03 Jan 2021, 03:52 PM IST- ‘২০২১ সালে কোন লুকের পোশাকে ধরা দিতে আপনি পছন্দ করবেন?’ প্রশ্ন নুসরতের।
একধারে তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রী, অন্যদিকে বসিরহাটের তৃণমূলের সাংসদ নুসরত জাহান। অভিনয় জগত থেকে রাজনৈতিক কেরিয়ার, এমনকি ব্যক্তিগত জীবনে নিখিলের সঙ্গে সংসার- সবটাই সমান তালে শক্ত হাতে ধরে রেখেছেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যেমে নিজের একটি রিল ভিডিও শেয়ার করছেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, তুড়ি মেরে ক্যামেরার সামনে পোশাক বদলাচ্ছেন তিনি। একের পর এক পোশাক অনায়াসে পলক পড়তেই বদলে ফেলছেন। একাধিক ওয়েস্টার্ন পোশাকে রিল ভিডিওতে ধরা দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘২০২১ সালে কোন লুকের পোশাকে ধরা দিতে আপনি পছন্দ করবেন?’
অভিনেত্রীর তুড়ি মেরে পোশাক বদলানোর ভিডিও ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে নেটদুনিয়য়া। ভিডিওতে একেবারে ফ্যাশানেবল এবং ট্রেন্ডি লুকে ধরা দিয়েছেন নুসরত।
দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু সাহসী ফটোশ্যুটের ছবি পোস্ট করেন অভিনেত্রী নুসরত জাহান। হলুদ স্পেগেটি টপের উপর ট্রান্সপারেন্স সাদা জ্যাকেটে লাস্যময়ী রূপে ধরা দেন অভিনেত্রী। বুকের ফাঁকে উঁকি দিচ্ছে ট্যাটু, খোলা চুল দু-হাতে ধরে রয়েছেন সুপারহট নুসরত। ক্যাপশনে লিখেছেন, ‘যদি তুমি সমস্ত নিয়ম মেনে চলো, সব আনন্দ উপভোগ করতে পারবে না’।
হামেশাই নিজের জীবনকে নিজের মতো করে চলতে ভালবাসেন নুসরত। বিতর্ক গুজব কোনটাই কানে তোলেননা। সামাজিক মাধ্যমে দারুণ অ্যাক্টিভ তিনি। চোখ ধাঁধানো তাঁর ছবি ও ভিডিওতে ইতিমধ্যেই ঘায়েল নুসরত ভক্তরা।