অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের নাম ভাঙিয়ে অনলাইনে চলছে শাড়ির ব্যবসা। তাও আবার 'মিন্ত্রা' মতো জনপ্রিয় শপিং ব্র্যান্ডের সাইটে। ছবি ও প্রমাণ সহ সম্প্রতি এমনই অভিযোগ করেছেন ঐন্দ্রিলা। নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেই এবিষয়ে সরব হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বিক্রেতাকে একহাত নেওয়ার পাশাপাশি ক্রেতা ও উপভোক্তাদেরও সতর্ক করেছেন অভিনেত্রী।
ঐন্দ্রিলার যে ছবিটি ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখানে তাঁকে কালো রঙের একটা ট্রাডিশনাল গর্জাস শাড়িতে দেখা যাচ্ছে, সঙ্গে লাল রঙের একটা ব্লাউজ ও সিলভার জুয়েলারি। কপালে ছোট্ট একটা কালো টিপ, হালকা মেকআপ আর লিপস্টিকে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ছবিটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর তাঁর সেই ছবিই সেই অনলাইন সংস্থার শাড়ির বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। যদিও সেই সংস্থার হয়ে কোনও বিজ্ঞাপন করেননি তিনি।
ঘটনায় বেজায় বিরক্ত ঐন্দ্রিলা সেন লিখেছেন, ‘সম্প্রতি আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর থেকে এই বিষয়টি জানতে পেরেছি। মিন্ত্রাতে (myntra) তে Hari Om Creation/ ‘QENY’ নামের একজন বিক্রেতা আমার অনুমতি ছাড়াই আমার ছবি ব্যবহার করে তাঁদের ওয়েবসাইটে এই ছবি পোস্ট করেছেন। ব্র্যান্ডের প্রতি সম্মান রেখেই বলছি, আমি সম্মতি এবং স্বচ্ছতার উপর বিশ্বাস করি। তবে এখানে কীভাবে আমার ছবি অনুমতি ছাড়াই ব্যবহার হল! প্রথমত, আমি যে শাড়িটি পরেছি, সেটা কাঞ্জিভরম, যেটা কিনা আমি বিশাখাপত্তনমের একটা দোকান থেকে কিনেছিলাম। নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্যই এই শাড়ি কিনেছিলাম। বিক্রেতা এখানে এটাকে বেনারসি বলে দাবি করেছেন। বলা হয়েছে এটা নাকি তাঁদের জেনুইন পণ্য।’
আরও পড়ুন-পরিচালক কাট বলার পরও উনি ঠোঁট ছাড়তেই চাইছিলেন না, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিস্ফোরক সায়নী
ঐন্দ্রিলার আরও লেখেন, ‘আমি আমার এই শাড়িপরা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম। সেখান থেকেই ছবিটি নিয়ে ভুল তথ্য দিয়ে গ্রাহকদের ভুল পথে চালিত করা হচ্ছে। এক্ষেত্রে সাধারণত গ্রাহকদের কাছে নো রিটার্ন পলিসিতে কোনও এক সস্তা শাড়ি বিক্রি করা হয়। ছবিতে যা দেখানো হয়, সেটা বিক্রি করা হয় না। তবে ওঁরা যেভাবে জেনুইন শব্দটি ব্যবহার করে বিজ্ঞাপন করেছেন তা হাস্যকর।’
ঐন্দ্রিলা আরও বলেছেনে তিনি এই পুরো বিষয়টিই মিন্ত্রা (myntra)-কে জানাতে চাইছেন। আশা করছেন তাঁদের তরফে এধরনের প্রতারণার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।