বাংলা নিউজ > বায়োস্কোপ > Paoli Dam-Satish Kaushik: মুম্বইয়ে গিয়ে কখনও একা মনে হয়নি, বন্ধুর মতো পাশে পেয়েছি সতীশ কৌশিককে: পাওলি

Paoli Dam-Satish Kaushik: মুম্বইয়ে গিয়ে কখনও একা মনে হয়নি, বন্ধুর মতো পাশে পেয়েছি সতীশ কৌশিককে: পাওলি

সতীশ কৌশিক-পাওলি দাম

'গ্য়াংস অফ ঘোস্ট' ছবির মাধ্যমেই পরিচালক, অভিনেতা সতীশ কৌশিকের সঙ্গে আলাপ হয়েছিল পাওলির। ছবির ‘দাসনি সরাব দি’ গানে নেচেছিলেন পাওলি। তবে এখানেই শেষ নয় গতবছর মুক্তিপাওয়া 'কর্মযুদ্ধ' ওয়েব সিরিজে ফের সতীশ কৌশিকের সঙ্গে কাজ করেছিলেন পাওলি। 

সতীশ কৌশিক আর নেই। বৃহস্পতিবার এখবরটা একেবারেই আশাতীত ছিল না অভিনয় দুনিয়ার কাছে। বিটাউনের পাশাপাশি অভিনেতার মৃত্যুতে মন খারাপ বাংলার বহু শিল্পীর। সতীশ কৌশিকের মৃত্যুতে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী পাওলি দাম। অনীক দত্তের ভূতের ভবিষ্যতের হিন্দি রিমেক 'গ্য়াং অফ ঘোস্ট' বানিয়েছিলেন সতীশ কৌশিক। আর তাঁর পরিচালনায় আইটেম ডান্সে দেখা গিয়েছিল বাংলার পাওলি দামকে। পাওলির কথায়, ‘আমি যে আইটেম ডান্সে পা মেলাতে পারি, সেটা সতীশজির পক্ষেই হয়ত ভাবা সম্ভব।’

'গ্য়াংস অফ ঘোস্ট' ছবির মাধ্যমেই পরিচালক, অভিনেতা সতীশ কৌশিকের সঙ্গে আলাপ হয়েছিল পাওলির। ছবির ‘দাসনি সরাব দি’ গানে নেচেছিলেন পাওলি। তবে এখানেই শেষ নয় গতবছর মুক্তিপাওয়া 'কর্মযুদ্ধ' ওয়েব সিরিজে ফের সতীশ কৌশিকের সঙ্গে কাজ করেছিলেন পাওলি। অভিনেত্রীর কথায়, লকডাউনের সময়, গোয়া, কলকাতায় সিরিজের শ্যুট হয়েছিল, সেসময় সতীশ কৌশিকের সঙ্গে তাঁর আড্ডা জমেছিল ভালোই। পাওলির জানান, শ্যুটিংয়ের ফাঁকে পুরনো দিনের গল্প বলতেন সতীশ কৌশিক। 

<p>‘দাসনি সরাব দি’</p>

‘দাসনি সরাব দি’

এরপর কর্মযুদ্ধ মুক্তি পাওয়ার পর ফের একদিন পাওলির কাছে এসেছিল সতীশজির ফোন। বলেছিলেন, ‘কী করছিস কী! তোর কাছে নিজেকে বাচ্চা মনে হয়।’ পাওলির কথায় ওঁর মতো অভিনেতার কাছে প্রশংসা পেয়ে তাঁর মুগ্ধতা বেড়ে গিয়েছিল। পাওলি দামের কথায়, সতীশ কৌশিক তাঁর ভালো বন্ধু ছিলেন, মুম্বইয়ে গেলে তাঁকে নৈশভোজের জন্য আমন্ত্রণ করেছিলেন। অভিনেতার পরিবারের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক। সতীশ কৌশিককে পরোপকারী ছিলেন, মুম্বইয়ে বহু মানুষের সঙ্গে তিনি তাঁর আলাপ করিয়ে দিয়েছেন। মুম্বইয়ে তিনি গেলে সবসময় দাদার মতোই পাশে পেয়েছেন অভিনেতাকে। পাওলি জানান, সতীশজি বলতেন ওটিটি আসায় আজকাল অভিনেতারা কাজের বেশি সুযোগ পাচ্ছেন, তিনি কমেডি ছাড়াও সিরিয়াস চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন, এতে তিনি বেশ খুশি।

পাওলি জানান, সতীশ কৌশিকের নতুন একটি ছবি পরিচালনার কথাও চলছিল, যেখানে তাঁরও কাজ করার কথা। তারই মধ্যে খারাপ খবরে মন খারাপ পাওলি দামের।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

লাড্ডুর উপর নেচে বেড়াচ্ছে ইঁদুর, চলছে মিষ্টিভোজ! ভাইরাল মিষ্টি দোকানের ভিডিয়ো ‘ঝড় বইছে, সুনামিও আসবে…’,পঞ্চমীর দিন আবহাওয়ার একী আপডেট দিলেন সৃজিত মুখোপাধ্যায় বিরাটকে নকল শিবম দুবের, ‘খুব খারাপ’ মুখের উপর শুনিয়ে দিলেন রোহিত ডাক্তারদের হুমকি দিয়ে ‘বিখ্যাত’ হয়েছিলেন, তাঁর বিরুদ্ধেই দায়ের প্রতারণার অভিযোগ থানায় যৌন হেনস্থা কাণ্ডে ধৃত SI জামিন পেলেন ২৪ ঘণ্টায়! HC-তে নির্যাতিতা সিভিক নবরাত্রির ষষ্ঠ দিনে মনের মতো জীবনসঙ্গী পেতে কী কী নিবেদন করবেন দেবীকে ACL ২-এ স্বপ্নভঙ্গ, AFC-র সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ভাবনা মোহনবাগানের পুজোর আগেই ওজন কমিয়ে ছিপছিপে শুভশ্রী! কীভাবে এত রোগা হলেন উভান-ইয়ালিনির মাম্মা অবসরের ৫ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামলেন ডুমিনি! কোচ থেকে ফের ক্রিকেটার অলিম্পিকে পদক হাতছাড়া হওয়া ভিনেশ কি ভোটে জিতবেন? ২ আসনে লড়াই করা ওমরের কী হাল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.