বহদিন হল অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী প্রত্যুষা পাল। একসময় ‘তবু মনে রেখো’ সিরিয়ালের হাত ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে সম্প্রতি সায়ন্ত মোদকের সঙ্গে প্রেমচর্চা ঘিরে ফের চর্চায় উঠে এসেছেন প্রত্যুষা। যদিও এই প্রেমের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন ‘দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না’।
সে তো নাহয় হল। তবে অভিনয় জগৎ থেকে প্রত্যুষার এই দীর্ঘ বিরতির কারণ কী? তিনি কি আর কখনও অভিনয়ে ফিরবেন?
প্রত্যুষা জানাচ্ছেন, তাঁর অভিনয় থেকে দূরে থাকার কারণটা পল্লবী দে। হ্য়াঁ, ঠিকই চিনেছেন। ২০২২-এর ২৫ মে, পল্লবী দে-কে হঠাৎই তাঁর গরফার ভাড়া ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়, সেই পল্লবীর কারণেই অভিনয় দুনিয়া থেকে আজও দূরে প্রত্যুষা। সেসময় 'আমি সিরাজের বেগম'-নায়িকার মৃত্যুতে চমকে উঠেছিল টলিপাড়া।পল্লবীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু, সেসময় সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রত্য়ুষা পাল।
আরও পড়ুন-শ্রেয়া ঘোষালের সাধ ভক্ষণের ছবি ফ্যান পেজের হাত ধরে ভাইরাল, কী ছিল মেনুতে?

সম্প্রতি প্রত্যুষা অভিনীত সিরিয়াল 'এসো মা লক্ষ্মী' ফের সম্প্রচারিত হচ্ছে জি বাংলায়। তবে এটা বহু পুরনো জনপ্রিয় সিরিয়াল। কিন্তু প্রত্য়ুষা কি আবারও অভিনয়ে ফিরবেন?
এবিষয়ে সম্প্রতি আনন্দবাজার ডট কমের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী। প্রত্যুষা জানাচ্ছেন, তাঁর অভিনীত শেষ ধারাবাহিক ২০২০ সালে (গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে)। তারপর লকডাউন। তাই আর তিনি সেসময়টা কাজ পাননি। তবে পত্যুষার কথায়, ‘এরপর ২০২২-এ কাছে বন্ধু পল্লবীর রহস্য মৃত্যু হয়। ওর ওই মৃত্যু মেনে নিতে পারিনি। তাই নিজেকে সামলাতে কাজ থেকে দূরে সরে যাই।’ কারণ প্রত্যুষা বুঝতে পারছিলেন তার মন খরাপের প্রভাব কাজের ক্ষেত্রেও পড়ছে।
তবে অভিনেত্রী জানাচ্ছেন ২০২৪ সালে তিনি কাজে ফিরেছিলেন। তবে ‘খাঁচা’ নামে একটি ছবির শ্যুটিংও করেন। তবে সেই ছবিটি বিভিন্ন কারণে আটকে যায়। তবে কি প্রত্যুষা পুরনো কথা ভুলে আবারও অভিনয়ে ফিরতে আগ্রহী?
এবিষয়ে প্রত্যুষা পালা জানান, হ্যাঁ, আবারও তিনি অভিনয় করতে চান। আগের মতোই কাজে ডুব দিতে চান।