মাত্র পাঁচ দিন আগেই বাড়িতেই ঘরোয়াভাবে নিজের জন্মদিন সেলিব্রেট করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। বাংলা মেগা ধারাবাহিকের অতি পরিচিত মুখ প্রিয়াঙ্কা। ‘বেহুলা’, ‘বিসর্জন’, ‘সতী’, ‘তুমি আসবে বলে’, ‘সীমারেখা’র মতো ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। সাম্প্রতিক সময়ে জমিয়ে কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও, তবে আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেত্রী। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ, শরীরের অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় ভর্তি হতে হয়েছে হাসপাতালে। শনিবার রাতে এই খবর সামনে আসতেই চিন্তায় পড়ে যান প্রিয়াঙ্কার অনুরাগীরা।
জানা গিয়েছে, প্রিয়াঙ্কা একা নন, তাঁর বাড়ির সকলেরই কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ। তবে আগের চেয়ে অনেকটাই সুস্থ প্রিয়াঙ্কা। অনুরাগীদের সোশ্যাল মিডিয়ায় আশ্বস্ত করে অভিনেত্রী জানিয়েছেন সে কথা। অভিনেত্রী লেখেন, ‘হ্যাঁ, আমি কোভিড পজিটিভ, এবং এক নার্সিং হোমে ভর্তি রয়েছি। সকলের ফোন ধরতে পারছি না, বা মেসেজের জবাব দিতে পারছি না। দয়া করে প্রার্থনা করুণ, শীঘ্রই আমি ফিরব’।
সম্প্রতি হইচইয়ের ‘হোলি ফাক’ এবং ‘ব্যোমকেশ’-এর মতো ওয়েব সিরিজে কাজ করেছেন প্রিয়াঙ্কা। মুক্তির অপেক্ষায় ‘মারাদোনার জুতো’। মাত্র ১৩ বছর বয়সে ‘মা’ ধারাবাহিকের সঙ্গে ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রিয়াঙ্কা। সেই সিরিয়ালের নামের সুবাদে আজও ইন্ডাস্ট্রিতে বাবলি নামে পরিচিত তিনি। এখনও গ্র্যাজুয়েশনের গন্ডি পার করেননি, তবে ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই দশ বছর কাটিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক তাঁদের আদরের বাবলি, এখন এটাই প্রার্থনা তাঁদের।