বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithila- Bangladesh: বাংলাদেশে আগুন জ্বলছে, রাফিয়াত রশিদ মিথিলার গাড়ি থামিয়ে তল্লাশি উন্মত্ত জনতার, কী ঘটেছে?

Mithila- Bangladesh: বাংলাদেশে আগুন জ্বলছে, রাফিয়াত রশিদ মিথিলার গাড়ি থামিয়ে তল্লাশি উন্মত্ত জনতার, কী ঘটেছে?

মিথিলার গাড়ি আটকালো উন্মত্ত জনতা

সোমবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন দুই বাংলার অভিনেত্রী, সমাজকর্মী এবং ব্যক্তিগত জীবনে এপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিন্তু কেন? ঠিক কী ঘটেছে মিথিলার সঙ্গে?

উত্তাল বাংলাদেশ। প্রতিবেশী দেশজুড়ে অশান্তির আগুন জ্বলছে। গণভবন এখন বিক্ষোভকারীদের দখলে। দেশ আপাতত সেনার দখলে রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশীরা যখন স্বাধীনতার আনন্দে উদ্বেল, তখন বিভিন্ন জায়গায়, রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে চলছে তল্লাশী।

সোমবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন দুই বাংলার অভিনেত্রী, সমাজকর্মী এবং ব্যক্তিগত জীবনে এপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিন্তু কেন? ঠিক কী ঘটেছে মিথিলার সঙ্গে?

নিজের ফেসবুকের পাতায় এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মিথিলা। তিনি লেখেন, ‘আমার বাড়ির পথে রাস্তার কিছু অপরিতিচ যুবক আমার গাড়ি দুবার থামিয়েছে। ট্রাঙ্ক খুলতে বলেছে। তৃতীয়বার যখন এটা ঘটলো তখন আমি তাঁদের প্রশ্ন করি কেন তাঁরা এটা করছে? তাঁরা আমাকে আক্রমণাত্মক ভঙ্গীতে জবাব দেয়, ‘গাড়িতে আমি আওয়ামী লিগের কাউকে লুকিয়ে রেখেছি কিনা! তাঁরা সেটাই নাকি খতিয়ে দেখছেন।’ মিথিলা ফের লিখেছেন, ‘বিষয়টি খুবই উদ্বেগজনক। আমরা দেশে আমি নৈরাজ্য চাই না। আমরা লুটপাট, ভাঙচুর সমর্থন করি না। ছাত্ররা এর জন্য লড়াই করেনি। আমরা শান্তি ও নিরাপত্তা চাই।’

মিথিলার গাড়িতে তল্লাশি
মিথিলার গাড়িতে তল্লাশি

মিথিলার এই পোস্টের নিচে একজন কমেন্ট করেছেন, ‘আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম’। তবে এই মুহূর্তে স্ত্রী মিথিলা ও মেয়ে আইরা বাংলাদেশে নিরাপদেই আছেন বলে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তবে শুধু স্ত্রী এবং মেয়েই নয়, পরিচালকের কথায়, তাঁর বহু বন্ধু বাংলাদেশে থাকেন, এমনকি সৃজিতের মুক্তি পেতে চলা ছবি 'পদাতিক'-এর নায়ক হলেন হলেন ওপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিচালক তাই চান তাঁরা সকলেই যেন নিরাপদে থাকেন।

এদিকে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে সেদেশে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'পদাতিক' -এর মুক্তি এখন ধোঁয়াশায়। এদেশে ১৫ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার পর বাংলাদেশে ১৬ অগস্ট মুক্তি পাওয়ার কথা 'পদাতিক'-এর। এদিকে ছবি মুক্তির জন্য চঞ্চল চৌধুরীরও কলকাতায় আসার কথা। চলতি পরিস্থিতিতে তিনি এদেশে আসতে পারেন কিনা তা সময়ই বলবে। 

বায়োস্কোপ খবর

Latest News

১৫ কিমি মানববন্ধনে 'মিশে গেল' শ্যামবাজার থেকে সোদপুর, ‘দিদির’ বিচার চাইছে খুদেরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত ‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.