ইষ্টি কুটুম ধারাবাহিকটি আজ থেকে বেশ কয়েক বছর আগেই শেষ হয়েছে। তবে সেই ধারাবাহিক আজও দর্শকদের মনে গেঁথে আছে। যদিও বর্তমানে এটি আবারও সম্প্রচারিত হচ্ছে। ফলে চরিত্রগুলোর জনপ্রিয়তা আরও বেড়েছে। এমন সময় দাঁড়িয়েই বাঁকুড়ার মানুষদের কাছে রটে যায় সেই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর হয়ে প্রচারে আসছেন এই ধারাবাহিকের বাহা। অর্থাৎ রনিতা দাস। ব্যাস, খবর রটতে দেরি আছে মানুষের মধ্যে উন্মাদনা ছড়াতে দেরি নেই।
বাঁকুড়ায় তৃণমূলের প্রচারে ‘বাহা’ রনিতা
আগামী ২৫ মে ষষ্ঠ দফার ভোট। তার আগে ২৩ মে ছিল বাঁকুড়া কেন্দ্রের শেষ প্রচারের দিন। সেদিনই অরূপ চক্রবর্তীর হয়ে প্রচার করলেন রনিতা। রনিতাকে শহর সহ গ্রামাঞ্চলের লোকজন বাহা বলেই চেনেন। তাই এই কেন্দ্রের মহিলা ভোট ব্যাঙ্কের কথা ভেবেই এদিন তাঁকে নিয়ে আসা হয় প্রচারে।
আরও পড়ুন: এঁটো নিয়ে বাড়িতে ছুঁৎমার্গ? নিম ফুলের মধুর ক্লিপে যোগ্য জবাব খুঁজে পেল নেটিজেনরা!
অভিনেত্রীকে এদিন হুডখোলা গাড়িতে একটি নীল রঙের কুর্তি পরে অরূপ চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে প্রচার করতে দেখা যায়। চোখে পরেছিলেন কালো রোদচশমা। তবে এদিন রনিতা ছাড়াও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দ্বিতীয় হানিমুনে গিয়েই বরকে চমক শ্রুতির, মেঘালয়ের নদীতে ভেসে স্বর্ণেন্দুকে শোনালেন কোন গান?
এদিন বাঁকুড়ার তালডাঙরায় রোড শো অনুষ্ঠিত হয়। তালডাঙরা হাইস্কুল মাঠ থেকে সেই রোড শো শুরু হয়। বৃহস্পতিবার সেই রোড শোতে অন্যতম আকর্ষণ এবং বড় চমক ছিলেন রনিতা। এদিন প্রচারে এসে বাহা বলেন, 'বাংলার আরও উন্নয়ন হোক সেটাই চাই। দিদির পাশে আমরা সবাই আছি।' এদিন তিনি রোড শো থেকে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আহ্বান জানান সেখানকার বাসিন্দাদের। বাহাকে এদিন সামনে থেকে দেখতে অনেকেই ভিড় জমিয়েছিলেন রাস্তার দুপাশে। ছবিও তোলেন।