'ডাক্তারবাবুর সঙ্গে বিয়েটা করছি না। তবে জীবনে একটা প্রেম আছে। এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলার মতো জায়গায় পৌঁছয়নি।’ গত সেপ্টেম্বরেই এক সাক্ষাৎকারে প্রেমিককে নিয়ে প্রশ্ন করাতে এমনই উত্তর দিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। অর্থাৎ মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে সিলমোহর দিয়েই দিয়েছিলেন তিনি। একই সঙ্গে নতুন প্রেমেও যে পড়েছেন সেকথাও জানিয়ে দিয়েছিলেন ঋতাভরী।
তবে ঋতাভরীর এই প্রেমিকটি কে? তা নিয়ে লোকজনের কৌতুহলের অন্ত ছিল না। তবে আবার 'বহুরূপী'র 'ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঋতাভরী জানিয়েছিলেন, প্রেমিকের জন্মদিন আর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান একই দিনে পড়ে গেছে, মুম্বই যাওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত জন্মদিনের সেলিব্রেশনটাই বাতিল করে কলকাতায় থেকে যান তিনি। তখনই বোঝা যাচ্ছিল ঋতাভরীর এই প্রেমিক মুম্বইয়ের বাসিন্দা। তবে তিনি কে, তখনও জানা যায়নি। অবশেষে প্রেমিকের সঙ্গে সকলের আলাপ করালেন অভিনেত্রী।
দীপাবলি উপলক্ষ্যে প্রেমিকের পাশে বসে সেলিব্রেশনের ছবি দিলেন ঋতাভরী চক্রবর্তী। প্রথম ছবিতেই দেখা গিয়েছে তঁর প্রেমিককে। সাদা চোস্তার সঙ্গে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরে রয়েছেন তিনি। আর ঋতাভরী পরেছেন লাল রঙের শিফন শাড়ি, সঙ্গে হালকা গয়না। আরও একটা ছবিতে দীপাবলির জন্য ঘর সাজাতে দেখা যাচ্ছে ঋতাভরীর ভালোবাসার মানুষটিকে। তবে কে ইনি, চেনেন কি?
ইনি হলেন সুমিত অরোরা। ঋতাভরীর ভালোবাসার এই মানুষটি পেশায় লেখক-পরিচালক। আরও খোলসা করে বললে, খোদ কিং খান শাহরুখের ‘জওয়ান’এর সংলাপ লিখেছেন এই সুমিত অরোরা। নিজের সোশ্যাল মিডিয়ায় ‘বাদশা’ শাহরুখের সঙ্গে পরিচালক অ্যাটলির সঙ্গে ছবিও পোস্ট করেছিলেন সুমিত। নাহ সুমিত যে বাঙালি নন, তাঁর অরোরা পদবীই স্পষ্ট করে তিনি পাঞ্জাবি।
এছাড়াও রাজকুমার রাও-এর ‘স্ত্রী’, কার্তিক আরিয়ানের ‘চন্দু চ্যাম্পিয়ান’, সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাদ’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের সংলাপও লিখেছেন তিনি। গত বছর (২০২৩) থেকেই সুমিত অরোরার নানান পোস্টে কমেন্ট করতে দেখা যাচ্ছিল ঋতাভরীকে। কখনও লিখেছেন 'তুমি আমার হিরো', কখনও বলেছেন, ‘বেবি’।