ফের একবার ছোটপর্দায় ফিরছেন সপ্তর্ষি মৌলিক। টেলিভিশনের দর্শক আজও তাঁকে 'শ্রীময়ী'র 'ডিঙ্কা' নামে একডাকে চেনেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক 'অষ্টমী'তে। তবে তারপর আর টেলিপর্দায় দেখা যায়নি সপ্তার্ষিকে। তবে ফের ছোটপর্দায় ফিরছেন সপ্তর্ষি। সৌজন্যে স্টার জলসার ধারাবাহিক 'গৃহপ্রবেশ'।
'স্টার জলসা'র সোশ্যাল মিডিয়ায় উঠে আসা 'গৃহপ্রবেশ' সিরিয়ালের নতুন প্রোমো বলছে, 'আকাশ' নামে নতুন চরিত্রে এন্ট্রি হচ্ছে সপ্তর্ষির। অফিসে ঢোকার মুহূর্তে শুভলক্ষ্মীর সঙ্গে ধাক্কা হয় আকাশের। আর তাতেই শুভলক্ষ্মীর হাত থেকে পড়ে যায় ফুলের তোড়া। আকাশ নিজেকে আদৃতের নতুন বিজনেজ পার্টনার বলে পরিচয় দেয়। আর এই আলাপ মুহূর্তের আকাশের ফোনে একটা ফোন আসে। ফোনটি মোহনার। সে তাকে জানায়, নিউ ইয়র্কের টিকিট কাটা হয়ে গিয়েছে। ফোনে থাকাকালীনই সেখানে ঢোকে আদৃত। তাকে মোহনার জন্য ফুল নিয়ে ঢুকতে দেখা যায়। সেই গলাটি কানে যায় শুভলক্ষ্মীর। চমকে ওঠে সে প্রশ্ন করে, এটা কে কথা বলছিল প্লিজ বলুন। এই জায়গাতে এসেই শেষ হয়ে যায় প্রমোটি।
আরও পড়ুন-৬০ বছরে নতুন প্রেম, 'আমিরের গৌরী' ৬ বছরের বাচ্চার মা, সেলুনের মালিক, বিয়েটা কি হচ্ছে?
আরও পড়ুন-হোলিতে দুঃসংবাদ, প্রয়াত কাজলের কাকা, অভিনেতা দেব মুখোপাধ্যায়
এরপর 'গৃহপ্রবেশ'-এ ঠিক কী ঘটতে চলেছে তা অবশ্য, সিরিয়ালের পরবর্তী এপিসোডেই জানা যাবে। প্রমোর শেষে যে প্রশ্নটি উঠে আসে, সেটি হল, ‘আর কি কখনও এক হতে পারবে আদৃত - শুভলক্ষ্মী?’ সোম থেকে রবি, রাত সাড়ে ৮টায় দেখা যায় এই সিরিয়ালটি।
প্রসঙ্গত, সিরিয়ালের গল্প এগিয়েছে এক বছর। যেখানে নায়ক আদৃত মারা যাওয়ার খবর ছড়িয়েছে নিউইয়র্কে। তবে সে মারা যায়নি, দূর্ঘটনায় স্মৃতি হারিয়ে এখন কলকাতায় রয়েছে সে।
এদিকে, ব্যবসায়ী আকাশ সেনের সঙ্গে চুক্তি হয়েছিল আদৃতের। তবে সে মারা যেতে আর কাজ এগোয়নি। সিরিয়ালের মোড়ে আকাশ সেন পৌঁছোয় নিউইয়র্কে। আর এই 'আকাশ'-এর চরিত্রেই দেখা যাবে সপ্তর্ষি। তবে সূত্রের খবর, সিরিয়ালে আকাশের চরিত্রটি খল চরিত্র নয়, ইতিবাচক। তাই প্রশ্ন আদৃতের অনুপস্থিতিতে কি এবার আকাশের সঙ্গে ঘনিষ্ঠতা হবে শুভলক্ষ্মীর? নাকি আকাশই আদৃতকে ফিরিয়ে দেবে শুভলক্ষ্মীর কাছে? গল্পের নায়ক মারা যেতেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিব এবার নাকি নায়ক বদল হতে চলেছে। তবে সেটা যে হচ্ছে না, তা এবার বেশ স্পষ্ট।