বাংলা নিউজ > বায়োস্কোপ > বিয়ের পিঁড়িতে বসলেন সায়ন্তনী ঘোষ, শেয়ার করলেন 'মিস থেকে মিসেস' হওয়ার ছবি

বিয়ের পিঁড়িতে বসলেন সায়ন্তনী ঘোষ, শেয়ার করলেন 'মিস থেকে মিসেস' হওয়ার ছবি

অনুরাগ তিওয়ারির সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)

দীর্ঘদিনের প্রেম অনুরাগ তিওয়ারির সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ।ইনস্টাগ্রামে 'মিস থেকে মিসেস' হওয়ার সেই মুহূর্তের ছবি নিজের ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

দীর্ঘদিনের প্রেম অনুরাগ তিওয়ারির সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। পেশায় ফিটনেস ট্রেনার অনুরাগ, কলকাতায় বিয়ের পর অনুরাগের শহর জয়পুরে হবে দুজনের রিসেপশন। সায়ন্তনী নিজেই জানিয়েছেন খুব কাছের বন্ধু এবং দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারলেন তাঁরা। কোনও জমকালো অনুষ্ঠান নয়, ছিমছাম আয়োজনের মধ্যে দিয়েই নিজেদের আট বছরের প্রেম সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিলেন এই জুটি। ইনস্টাগ্রামে 'মিস থেকে মিসেস' হওয়ার সেই মুহূর্তের ছবি নিজের ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নিলেন 'নাগিন' ধারাবাহিক খ্যাত এই জনপ্রিয় বঙ্গ সুন্দরী।

তা কেন ছোট্ট, সাধারণ, ছিমছাম করে বিয়ে সারলেন সায়ন্তনী? জবাবটাও আগেভাগেই দিয়ে রেখেছিলেন তিনি, 'আসলে অনুরাগ আর আমার সম্পর্কের সফরটাও এই রকমই। আমি কিন্তু আমার বিয়েটা চুটিয়ে এনজয় করতে চাই, ওই বিয়ের চাপটা নিতে চাই না!’। অগত্যা...

বিয়েতে লেহেঙ্গা নয় লাল বেনারসী শাড়িতেই সেজে উঠেছেন সায়ন্তনী। গত বছরই প্রয়াত হয়েছেন তাঁর দিদিমা, তাঁর স্মৃতি আগলে বিয়ের অনুষ্ঠানে দিদিমার দেওয়া একটি শাড়ি পরবেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। আরও জানিয়েছিলেন, তাঁর বিয়ের মেনুতে আর কিছু থাকুক বা না থাকুক দুটো জিনিস অবশ্যই থাকছে, পান আর আইসক্রিম। অভিনেত্রীর কথায়, ছোট থেকেই বিয়ে বাড়িতে গেলে এই দুটি পদই ছিল তাঁর সবচেয়ে পছন্দের। নিজের বিয়েতেও সেটাই জমিয়ে খেতে চান তিনি।

প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লিডিং লেডি হিসাবে বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছেন সায়ন্তনী। ‘স্বপ্ন’, ‘রাজু আঙ্কেল’, ‘সংঘর্ষ’, 'নায়ক' সায়ন্তনী অভিনীত চর্চিত বাংলা ছবি। অন্যদিকে, 'নাগিন' ছাড়াও 'নামকরণ’, ‘সঞ্জীবনী’,‘নাগিন’ সহ একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন সায়ন্তনী ঘোষ। এই মুহূর্তে 'তেরা ইয়ার হু মেয়' ধারাবাহিকে দেখা যাচ্ছে প্রসঙ্গত, সায়ন্তনী ও অনুরাগের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই এই নবদম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।সায়ন্তনীকে।

বন্ধ করুন