'দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস.. একটা বছর পেরিয়ে গেল, টাটকা স্মৃতি আজও'। ১৪ জুন, সোমবার সুশান্ত সিংহ রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী। এদিন প্রিয় অভিনেতাকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করলেন বাংলা টেলি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। প্রকাশ্যে আনলেন নিজের প্রথম ইউটিউব চ্যানেল। প্রথম পর্বে স্মরণ করলেন অকালপ্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে।
এই বিশেষ পর্বের নাম রেখেছেন, ‘ফরেভার সুশান্ত’। এই পর্বে শ্রুতি ছাড়াও সামিল হয়েছিলেন তথাগত মুখোপাধ্যায়, নীল চট্টোপাধ্যায়, জয়ী দেব রয়, অন্বেষা হাজরা সহ অন্যান্যরা। প্রত্যেকেই সুশান্তকে নিয়ে তাঁদের অনুভূতির কথা প্রকাশ করেন।
বর্তমানে স্টার জলয়ার ধারাবাহিক ‘দেশের মাটি’তে নোয়ার ভূমিকায় দেখা যাচ্ছে শ্রুতিকে। মফঃস্বলের মেয়ে শ্রুতি অনেকটা লড়াই করে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের মাটি আরো শক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ছোট পর্দায় বেশ জনপ্রিয় মুখ তিনি।
আগামী দিনে নিয়ে চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন শ্রুতি। তাঁর কথায়, সমসাময়িক বিষয়ের পাশাপাশি তিনি দর্শকদের পছন্দের বিষয়ের দিকে নজর দেবেন।