বাংলা নিউজ > বায়োস্কোপ > কবে পর্দায় ফিরছেন 'মোহর' সোনামণি? জানালেন অভিনেত্রী স্বয়ং

কবে পর্দায় ফিরছেন 'মোহর' সোনামণি? জানালেন অভিনেত্রী স্বয়ং

ওয়েব সিরিজে হাতেখড়ি সোনামণির।

আগেই জানা গিয়েছিল, অভিরূপ ঘোষের 'বেঙ্গল বিমা কোম্পানি'তে অভিনয় করছেন সোনামণি। 'মোহর'-এর খোলস ছেড়ে নতুন কী করছেন, তা জানতে মুখিয়ে অনুরাগীরাও। হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী জানান, আর খুব দেরি নেই।

চার মাস আগেই ফুরিয়েছে 'মোহর'-এর গল্প। তার পর থেকেই অন্তরালে ছিলেন সোনামণি সাহা। তবে অপেক্ষার পালা শেষ। খুব শীঘ্রই ফের পর্দায় দেখা যাবে তাঁকে। তবে এ বার টেলিভিশন নয়। সাময়িক বিরতির পর ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন অভিনেত্রী। কিন্তু কবে?

আগেই জানা গিয়েছিল, অভিরূপ ঘোষের 'বেঙ্গল বিমা কোম্পানি'তে অভিনয় করছেন সোনামণি। 'মোহর'-এর খোলস ছেড়ে নতুন কী করছেন, তা জানতে মুখিয়ে অনুরাগীরাও। হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী জানান, আর খুব দেরি নেই। ফিরছেন তিনি। তাঁর কথায়, 'সদ্য ওয়েব সিরিজটির শ্যুট শেষ করেছি। সব ঠিক থাকলে জুলাই মাসেই দর্শক আমাকে দেখতে পাবেন। তার বেশি দেরি হবে না।'

কাজ নিয়ে তিনি আগাগোড়াই খুঁতখুঁতে। ওটিটি-র গল্প বাছার ক্ষেত্রেও ছিলেন সাবধানী। সোনামণি বললেন, 'ওয়েব সিরিজ নিয়ে যে চিরাচরিত ধারনা থেকে গিয়েছে, এ বার তা বদলাবে। গল্পটা এতটাই ভালো যে আমি নিজেকে আর আটকাতে পারিনি। মনে হয়েছিল, চরিত্রটা আমারই করা উচিত। এ রকম দৃঢ় স্বভাবের চরিত্র করার সুযোগ ছাড়তে চাইনি।'

'মোহর'-এর পর সোনামণিকে আর পর্দায় দেখা যায়নি । নেটমাধ্যমেও তাঁর নামমাত্র আনাগোনা। হারিয়ে যাওয়ার ভয় নেই? খানিক হেসে তাঁর উত্তর, 'আমার মনে হয়, শ্যুট চলাকালীনও প্রত্যেক দিন এই ভয়টা প্রত্যেক অভিনেতার মধ্যে কাজ করে। কয়েক মাসের ব্যবধানে মানুষ আমাকে ভুলবেন না।' ‘মোহর’-এর সংযোজন, 'যাঁরা আমার কাজ ভালোবাসেন, তাঁরা আমাকে মনে রাখবেন। আবার অনেকেই হয়তো আমাকে পছন্দ করেন না। তাই আমাকে নিয়ে কথা বলেন। আমার বিশ্বাস, ভালো-মন্দ মিশিয়েই মানুষ আমাকে মনে রাখবেন।'

প্রসঙ্গত, হিন্দি ভাষাতে ডাব করে দেখানো হচ্ছে 'মোহর'। নাম অপরিবর্তিত। স্টার উৎসব চ্যানেলে দেখা যাবে এই ধারাবাহিক। সোনামণির কথায়, 'অনেক সময় আমরা হিন্দি ধারাবাহিক বাংলায় ডাব করে দেখি। আমাদের ধারাবাহিক ব্যতিক্রমী। এটা সত্যিই বড় প্রাপ্তি।'

বায়োস্কোপ খবর

Latest News

পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের সাঁতার শিখছে রাজ-শুভশ্রীর ছেলে! জলে নেমে ইউভান ভয় পেতেই তার বড় দিদির পরামর্শ… ওয়েনাড়ে যাবতীয় নজর রাহুলে, অতীতের ট্র্যাক রেকর্ডই ভরসা সিপিআই-এর প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে চিত্র-বিচিত্র সলমন! হীরামান্ডির স্ক্রিনিংয়ে ড্রাগন বল জেড প্যান্টে এলেন ভাইজান শিলচর লোকসভা কেন্দ্র ২০২৪: লড়াইয়ে আছে TMC সুস্মিতা দেবের প্রাক্তন সিটে রাতে ঘুমোনোর আগে পা ধুয়ে নেন তো? এই অভ্যাসটি না থাকলে, লেখাটি অবশ্যই পড়ুন বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো চাকরির জন্য ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন অভিষেক, ৮ লক্ষ টাকা করে চেয়েছিলেন আকাশ শশী বনাম রাজীব, তিরুবনন্তপুরমের ওপর নজর সারা দেশের, একদা ছিল বাম দুর্গ!

Latest IPL News

পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.