বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha Mitra: অচেনা নম্বরের ফোনেই অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা! প্রতারণার শিকার শ্রীলেখা

Sreelekha Mitra: অচেনা নম্বরের ফোনেই অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা! প্রতারণার শিকার শ্রীলেখা

প্রতারণার ফাঁদে শ্রীলেখা মিত্র! (প্রতীকী ছবি)

Sreelekha Mitra on Cyber Scam: জন্মদিনের আগের দিন অচেনা নম্বর থেকে একটি ফোন, এরপরই লক্ষ লক্ষ টাকা উধাও শ্রীলেখা মিত্রের ব্যাঙ্ক থেকে! পুলিশের দ্বারস্থ অভিনেত্রী। অভিযোগ জানিয়েছেন সাইবার ক্রাইম বিভাগেও।

জন্মদিনের আগেই লক্ষ লক্ষ টাকা জালিয়াতির শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অচেনা নম্বরের ফোনেই অ্যাকাউন্ট থেকে উধাও বড় অঙ্কের টাকা। গত ৩০ অগস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। ঠিক তার আগের দিনের ঘটনা। যার জেরে মন খারাপে এবারের জন্মদিনও পালন করেননি অভিনেত্রী।

দিন কয়েক ধরে জ্বরে কাবু ছিলেন শ্রীলেখা। অসুস্থতার কারণে রক্তপরীক্ষাও করাতে হয় তাঁকে। এমন শারীরিক পরিস্থিতির মাঝেই লক্ষ টাকার জালিয়াতির ফাঁদে পড়েন অভিনেত্রী। তাঁর কথায়, জন্মদিনের আগের দিন অচেনা নম্বর থেকে একটি ফোন এসেছিল। তারপরই জনৈক ব্যক্তি অভিনেত্রীকে তাঁর মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। কিছু না বুঝেই ওই নির্দেশ অনুসরণ করেন অভিনেত্রীর। তারপরই যত বিপত্তি! আরও পড়ুন: একটি কাজ না করলে জাতীয় পুরস্কার পাওয়াই যায় না, কেন আক্ষেপের সুর শানুর গলায়

ওই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা উধাও হয় শ্রীলেখার। এ প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট করেন অভিনেত্রী। লেখেন, ‘জন্মদিনের দিন মনটা খারাপ ছিল তার কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার scam হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। কোনওরকম অ্যাপ ডাউনলোড থেকে সাবধান থাকুন। নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম এই ঘটনার পর থেকে তাও ভাববো না। বিস্তারিত জানতে চেও না, আর নিজের বোকামির নিদর্শন দিতে চাই না…’।

ঘটনা শিকার হয়ে থানায়ও ছুটেছেন শ্রীলেখা। জানিয়েছেন, ‘সাইবার সেলের সঙ্গেও যোগাযোগ করেছি। খবর পাওয়ার পর পুলিশও পদক্ষেপ করেছে। বাকি এখন সবটাই সময়সাপেক্ষ’। অভিনেত্রীর কথায়, নিজেকে তো চালাক বলতে চাইলেও তিনি বোকাই। তাঁর মতো যেন আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হয়, তাই সকলকে সতর্ক করেছেন অভিনেত্রী। তবে খোয়া যাওয়া টাকা কি আদৌ ফেরত পাবেন অভিনেত্রী? সে বিষয় নিজেও খুব চিন্তিত শ্রীলেখা।

বন্ধ করুন