বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha Mitra: মায়ের মতোই ছক ভাঙছে শ্রীলেখা-কন্যা! ICSE-তে ৯৫% নম্বর,ঐশীর ভবিষ্যত পরিকল্পনা কী?

Sreelekha Mitra: মায়ের মতোই ছক ভাঙছে শ্রীলেখা-কন্যা! ICSE-তে ৯৫% নম্বর,ঐশীর ভবিষ্যত পরিকল্পনা কী?

কলা বিভাগে ভর্তি হবে ঐশী

সব বিষয়ে ৯০ শতাংশের বেশি নম্বর। তাও ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, তবে কী হতে চায় শ্রীলেখা মিত্রর মেয়ে? 

দু-দিন আগেই প্রকাশ্যে এসেছে আইসিএসই-র দশম শ্রেণির ফলাফল। পরীক্ষায় দারুণ ফল করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রর একমাত্র মেয়ে। সব বিষয়ে ৯০% বা তার বেশি নম্বর পেয়েছে মাইয়্যা ওরফে ঐশী সান্যাল। সব মিলিয়ে তাঁর প্রাপ্তি ৯৫% নম্বর। বাংলা থেকে বিজ্ঞান- সবেতেই দুর্দান্ত রেজাল্ট ঐশীর। মেয়ের সাফল্যে গর্বিত মা শ্রীলেখা। মায়ের পথে হেঁটেই ছক ভাঙছে মেয়েও। এত নম্বর নিয়েও বিজ্ঞান বা বাণিজ্য বিভাগ নয়, কলা বিভাগ (Arts)-এ ভর্তি হবে ঐশী। হ্যাঁ, ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নেই তাঁর।

এ তো গেল ক্লাস টেনের পর মাইয়্যা কী নিয়ে পড়বে সে কথা, কিন্তু ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে তাঁর? মায়ের মতো অভিনয়ের জগতে আসবার ইচ্ছে রয়েছে? এই রহস্য ফাঁক করলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয়ের জগতে আসবার ইচ্ছে রয়েছে ঐশীর, তবে অভিনয় নয় পরিচালনার প্রতি ঝোঁক মেয়ের। আর এটা সম্পূর্ণ ঐশীর ইচ্ছা, এতে বাবা বা মায়ের ইচ্ছে শামিল নয়। মেয়ে যাই করুক বা ভবিষ্যতে কেরিয়ার অপশন হিসাবে যা কিছু বেছে নিক বাবা-মা সবসময় পাশে রয়েছে জানান শ্রীলেখা।

ঐশী এখন থেকেই মায়ের পরিচালনার কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শ্রীলেখার কথায়, ঐশী তাঁর সবচেয়ে বড় সমলাোচক। অভিনেত্রী ও তাঁর প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যাল, দুজনের কাছেই ভাগাভাগি করে থাকে ঐশী। বাবা-মা'র ডিভোর্স যাতে ছোট্ট মেয়ের উপর কোনও প্রভাব না ফেলে তা বরাবার চেষ্টা করে এসেছে দুজনে। শ্রীলেখা জানান, ‘এখন তো ওই আমার মা-বাবা’। অভিনেত্রীকে কড়া শাসনে রাখে মাইয়্যা, ভীষণরকমভাবে প্রচারবিমুখ সে। লাইমলাইটে তাঁর পছন্দ নয়, তাই ফেসবুকে শ্রীলেখা মেয়ের রেজাল্ট পোস্ট করতেই মা'কে মেয়ের হুমুক এক্ষুণি মুছে দাও। মেয়ের কথামতো তেমনটাই করেছেন শ্রীলেখা। ক'দিন আগে দুর্ঘটনার কবলে পড়েছিলেন, সেই সময়ও মেয়ে সারাক্ষণ আগলে রেখেছে তাঁকে, জানিয়েছেন অভিনেত্রী।

বন্ধ করুন