সদ্য সিনেমাহলে মুক্তি পেয়েছে রাজ-শুভশ্রী ‘সন্তান’। ছবি নিয়ে দর্শকদের থেকে বেশ সুন্দর প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তবে এসবের মাঝেই গ্ল্যামার দুনিয়া থেকে বহু দূরে নিজের সন্তানদের সঙ্গে সময় কাটাতে চলে গেলেন রাজ ঘরণী। মা হওয়ার পর বেশিরভাগ মহিলাদের মধ্যেই প্রায়োরিটি বদলে যায়। শুভশ্রীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এখন কাজের থেকেও ইউভান আর ইয়ালিনিকেই বেশি সময় দিতে চান অভিনেত্রী। আর করছেনও তাই।
সোমবার দুপুরে তাই ইউভান আর ইয়ালিনিকে সঙ্গে নিয়ে ক্রিসমাসের ছুটি কাটতে চলে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভান-ইয়ালিনিও মাকে অনেকটা সময় কাছে পেয়ে বেজায় খুশি। ছেলে-মেয়ের সঙ্গে সময় কাটানোর সেইসব নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু ইউভান আর ইয়ালিনিকে নিয়ে কোথায় গিয়েছিলেন অভিনেত্রী? নাহ সেটা অবশ্য খোলাসা করে জানাননি তিনি। শুধু নিজের পোস্টের ক্যাপশানে লিখেছেন, 'Mommy duties' (মায়ের দায়িত্ব)।
আরও পড়ুন-ছিলেন নাপিত, কাজ করতেন লাহোরের এক সেলুনে, সেখান থেকে কীভাবে গায়ক হয়ে উঠলেন মহম্মদ রফি?
আরও পড়ুন-'তুমি না গেলে আমি আর বাড়ি থেকেই বের হব না…’, শাশুড়িমাকে কেন এমন বলেছিলেন শুভশ্রী?
শুভশ্রী যে ছবি ও ভিডিয়োগুলি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে কোনও এক পার্ক জাতীয় জায়গা। যেখানে কিনা বাচ্চাদের ক্রিসমাস সেলিব্রেশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেখানে সাজানো রয়েছে সান্তাক্লজ থেকে শুরু করে ক্রিসমাস ট্রি। সেখানেই ইয়ালিনিকে কোলে নিয়ে ইউভানের পিছনে দৌড়তে দেখা গেল শুভশ্রীকে। ইউভানকে নিজের বন্ধু-বান্ধবকে নিয়ে বেশ ব্যস্ত দেখাল। আবার কখনও রাজ-শুভশ্রী পুত্রকে রিং ধরে ঝুলতে দেখা গেল। কখনও আবার দোলনায় দুলতে দেখা গেল ছোট্ট ইয়ালিনিকে।
প্রসঙ্গত, প্রায়দিনই ইউভান ও ইয়ালিনির খুনসুটির নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী। সদ্য হাঁটতে শিখেছেন রাজ-শুভশ্রী কন্যার ১ বছরের মেয়ে। তার সেই হাঁটি হাঁটি পা পা-এর একটুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।
এদিকে রাজ চক্রবর্তী পরিচালিত 'সন্তান' ছবিটিও বাবা-মা ও সন্তানের গল্পই বলেছে। সেখানে এক আইনজীবীর ভূমিকায় দেখা মিলেছে অভিনেত্রীর। তিনি কিনা আদালত চত্ত্বরে পথভ্রষ্ট 'সন্তান'কে বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালনের পাঠ পড়িয়েছেন। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও রাজের সঙ্গে দুই ছেলে-মেয়ে শাশুড়ি-ননদকে নিয়ে সুখের সংসার অভিনেত্রীর।