বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta-Mashal Michil: মশাল মিছিলের রাতে হঠাৎ দুর্যোগ! আরজি কর নিয়ে অদম্য কলকাতা, ‘যতই আসুক বৃষ্টি ঝড়…’

Sudipta-Mashal Michil: মশাল মিছিলের রাতে হঠাৎ দুর্যোগ! আরজি কর নিয়ে অদম্য কলকাতা, ‘যতই আসুক বৃষ্টি ঝড়…’

আরজি করের খুন ও ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল কলকাতা শহরে।

রাতে হঠাৎ দুর্যোগ হয়েছিল কলকাতা শহরে। ঝড়, বৃষ্টি দেখে বাড়িতে থাকা অনেকেরই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী রাতে ফেসবুকে লিখলেন, ‘অবিশ্বাস্য!!! চোখ ফেটে জল আসছে আমার।’

আরজি করের ঘটনার দেখতে দেখতে কেটে গিয়েছে ৪২ দিন। তবে এখনও বিচারের আশায় চোখের জল ফেলছে নির্যাতিতা মেয়েটির মা-বাবা। ক্ষোভে ফুঁসছে গোটা শহর। তিলোত্তমাকে দেখে বোঝা দায়, সামনে পুজো। শহরে এখন মিছিল, বিক্ষোভে। শুক্রবার হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার অবধি একটা লম্বা মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। ৪২ কিমি পথ পৌঁছে গিয়েছিল জ্বলন্ত মশাল হাতেহাতে, প্রতিবাদের মুখ হয়েছিলেন সাধারণ মানুষ থেকে তারকা, ডাক্তাররা।

রাতে হঠাৎ দুর্যোগ হয়েছিল কলকাতা শহরে। ঝড়, বৃষ্টি দেখে বাড়িতে থাকা অনেকেরই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী রাতে ফেসবুকে লিখলেন, ‘এখন রাত ১.০০ টা বেজে ১০ মিনিট। কলকাতার রাস্তায় দলে দলে বিভিন্ন বয়সের মহিলারা। সঙ্গে বেশ কিছু পুরুষও। রাগে, ক্ষোভে, অভিমানে ফেটে পড়ছেন তাঁরা। সবার গলায় বিচারের দাবী। 'মশাল হাতে এক স্বর/ জাস্টিস ফর আর জি কর।' 'আামার রাজ্য আমার দেশ/ অত্যাচারির হবে শেষ।' আন্দোলনের ৪২ তম দিনে ৪২ কিলোমিটার পথ ধরে রিলে মশাল মিছিল শুরু হয়েছিল বিকেল ৪.০০টেয়। এখনো চলছে। জুনিয়র ডাক্তাররা ও পা মিলিয়েছেন। রয়েছেন কিছু অভিনেতা ও ফিল্ম পরিচালকও।’

‘বেশ জোরে হাওয়া দিচ্ছে। ঝড় উঠছে বোধহয়।’, আরও লেখেন তিনি। এরপর রাত ২টোতেও একটি পোস্ট করেন তিনি। যেখানে টিভি থেকে নেওয়া হয়েছেকিছু ফোটো। অভিনেত্রী লিখেছেন, ‘এখন রাত ২টো ২০। অবিশ্বাস্য!!! চোখ ফেটে জল আসছে আমার।’

অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে স্লোগান শোনা যাচ্ছে, ‘যই আসুক বৃষ্টি ঝড়, জাস্টিস ফর আরজি কর।’ এই মিছিলে দেখা গেল বিরসা দাশগুপ্তকেও। শুক্রবার পথে নেমেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, বিদীপ্তা চক্রবর্তীরাও। 

আপাতত দুজনকে গ্রেফতার করেছে সিবিআই আপজি কর খুন ও ধর্ষণের ঘটনায়। সন্দীপ ঘোষ, যিনি সেইসময় ছিলেন এই হাসপাতালেরই অধ্যক্ষ। সঙ্গে টালা থানার ওসি। একাধিক ডাক্তারি পড়ুয়ার দাবি, থ্রেট কালচারে ভরে ছিল মেডিকেল কলেজগুলিতে। টাকা চাওয়া হত, প্রতিবাদ করলে দেওয়া হত রেজিস্ট্রেশন বাতিলের দাবি। যার অন্যতম মাথা ছিল এই সন্দীপ ঘোষ। সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। ফলে চিরতরে হারিয়েছেন তিনি ডাক্তার মর্যাদা। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ও আন্দোলনকারীদের চাপে পড়ে সরিয়েছে সিপি বিনীত গোয়েলকে। কিন্তু প্রশ্ন, তাতে কি আদৌ সঠিক বিচার পাবে ৩১ বছরের মেধাবী ডাক্তারি পড়ুয়া তরুণীটি। আসল দোষীরা আসবে তো সামনে?

বায়োস্কোপ খবর

Latest News

‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো এক দশক পর 'ডেভিল' হয়ে ফিরছেন সলমন! কিক ২-এর কাজ শুরু করলেন ভাইজান শনির নক্ষত্র পরিবর্তনে শশ রাজযোগ, এবার দীপাবলিতে এই ৫ রাশি হবে লক্ষ্মীর কৃপাধন্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.