বাংলা নিউজ > বায়োস্কোপ > Surveen Chawla: ‘ছাতি, কোমরের মাপ কত?’ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের শিকার হয়েছেন সুরভিন

Surveen Chawla: ‘ছাতি, কোমরের মাপ কত?’ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের শিকার হয়েছেন সুরভিন

সুরভিন চাওলা

কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা নিয়ে সরব ‘হেট স্টোরি ২’ খ্যাত সুরভিন চাওলা। 

গ্ল্যামার দুনিয়ার একটা কঠিন বাস্তব কাস্টিং কাউচ। প্রায়শই নায়িকারা সরব হন নিজেদের কেরিয়ারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে। এবার মুখ খুললেন অভিনেত্রী সুরভিন চাওলা। অভিনেত্রী সাম্প্রতিক সাক্ষাত্কারে জানিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বহুবার হয়রানির শিকার হয়েছেন তিনি। বডি শেমিং-এর মুখোমুখি হয়েছেন। তাঁর কথায়, ৫৬ কিলো ওজন হওয়ার জেরে তিনি কাজ পাবেন না দক্ষিণী ছবিতে এমন কথা শুনেছিলেন তিনি। 

অভিনয় জগতে প্রায় ১৮ বছর অতিক্রম করে ফেলেছেন সুরভিন। হিন্দি ধারাবাহিক ‘কহিঁ তো হোগা’ (২০০৩)-র সঙ্গে শুরু হয়েছিল তাঁর অভিনয় কেরিয়ার। এরপর ‘কসৌটি জিন্দেগি কি’ (২০০৪), কাজল (২০০৬)-এর মতো সিরিালে দেখা মিলেছে তাঁর। টেলিভিশন সঞ্চালিকা হিসাবেও কাজ করেছেন তিনি। তবে ইরোটিক ফিল্ম সিরিজ ‘হেট স্টোরি ২’-এর নায়িকা হিসাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান সুরভিন। 

সম্প্রতি আরজে সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাত্কারে সুরভিন জানিয়েছেন, ‘আমি তখন টেলিভিশনে কাজ করি, মুম্বইতেই আমি একটা মিটিং-এ গিয়েছিলাম। দক্ষিণী ছবির জন্য কথা বলতে। এমনটা হয়েই থাকে, লোকজন একজন মহিলার স্পেসের মধ্যে ঢুকে পড়ে এবং তাঁকে অদ্ভূত প্রশ্নের মুখে ঠেলে দেয়। এরপর আপনি নিজের আত্মবিশ্বাস হারিয়ে নিজেকে প্রশ্ন করেন, যে আপনাকে কেমন দেখাচ্ছে। আপনাকে প্রশ্ন করা হয় আপনার ওজন কত, কোমরের মাপ কত, ছাতির মাপ কত!’

সুরভিন বলেন, ‘এটা খুবই অদ্ভূত। এখানে আসবার মাপদণ্ড কী? ওঁরা কারা? তবে এমনইভাবেই কাস্টিং কাউচের ঘটনাও ঘটছে, বিশেষত দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি এই অভিজ্ঞতার শিকার হয়েছি। সেটা খুব কঠিন সময় ছিল… কিন্তু আমি মনে করি না ওগুলো আপনার মাপদণ্ড। ওগুলো আপনাকে তৈরিও করে না, আবার ধ্বংস করে না। নিজের উপর বিশ্বাস রাখতে হয়’। 

কন্নড় ছবি পরামেশা পানওয়ালা'র সঙ্গে ছবিতে আত্মপ্রকাশ সুরভিনের। বলিউডে ‘হেট স্টোরি ২’ ছাড়াও ‘আগলি’,'পার্চড'-এর মতো ছবিতে অভিনয় করেছেন সুরভিন। সেক্রেড গেমস'-এও দেখা গিয়েছে সুরভিনকে। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ডিকপলড (Decoupled)-এ দেখা যাবে সুরভিন চাওলাকে, থাকছেন আর মাধবনও। এক বিছন্ন দম্পতির কাহিনি উঠে আসবে হার্দিক মেহতার এই সিরিজে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO কলকাতায় 'আকাশ তিমি' বেলুগা XL, বিমানটি কত লম্বা জানেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.