গত পাঁচবছর ধরে ফ্যাশান ডিজাইনার অভিষেক রায়কে ভাইফোঁটা দেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এবারও তার অন্যথা হল না। ভাইফোঁটা করলেন অভিনেত্রী। অনুষ্ঠানের সময় লাল ফুল আঁকা সাদা সুতির শাড়িতে দেখা গেল স্বস্তিকাকে। আর অভিষেক পরেছিলেন নীল রঙের প্রিন্টেড সুতির পাঞ্জাবি আর সাদা চোস্তা। হ্যাঁ, প্রথা মেনে 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা' বলেই বিশেষ উদযাপন করলেন স্বস্তিকা।
এদিকে দাদা অভিষেক রায়ের জন্য ভাইফোঁটায় কী প্রার্থনা করলেন স্বস্তিকা দত্ত? এবিষয়ে আনন্দবাজারকে অভিনেত্রী জানান, ‘আমি চাই ও সুস্থ থাকুক, ভালো থাকুক। ভালো কাজ করুক কি না করুক সেটা তো পরের কথা, আমি শুধু ওর সুস্থতা প্রার্থনা করি।’ অন্যদিকে দাদা অভিষেক রায় একটু মজা করে বললেন, ‘আমি চাই ও শুধু মাথা ঠাণ্ডা রাখুক। ও অতিরিক্ত ইমোশনাল একজন মানুষ। বেশি আবেগের মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাই যখনই আমি শুনি ও ভুলভাল করছে, তখনই মেসেজ বা ফোন করে বলি, এটা কিন্তু ভুল হচ্ছে। এটা কোরো না। এই শাসনটা থাকে।’
স্বস্তিকা বলেন, ‘আমার এক কাকিমা বলতেন, বাবা-মায়ের পরে যেন একটা রক্তের সম্পর্ক থাকে। ভাইবোন থাকে। অভিষেকদার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু রক্তের সম্পর্কের নয়। এটা ভালোবাসা, তবু এটা শ্রদ্ধার একটা সম্পর্ক। গত ৫ বছর ধরে ওকে আমি ফোঁটা দিচ্ছে। এটা পঞ্চমবর্ষ। যদিও আরও আগে থেকে আমি চিনি। আমি চাই এটা যেন বজায় থাকে।’
আরও পড়ুন-ভাইফোঁটা নিলেন জিতু কমল, চেনেন নাকি অভিনেতার এই বোনটিকে?
অভিনেত্রী বলেন, তিনি অভিষেক দাকে বোন হিসাবে শাসন অবশ্য করেন না। তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, বা আরও নানান বিষয়ে সচেতন করে দেন। হালকা ভাবে বললেও কখনও কিছু বলা প্রয়োজন মনে করলে তিনি বলেন। সবসময় দাদার সব বিষয়ে তাঁরও বোন হিসাবে নজর থাকে। এদিকে প্রত্যেকবারের মতো এবারও দাদার ডিজাইন করা দারুণ একটা ড্রেস উপহার পেয়েছেন স্বস্তিকা দত্ত। অভিনেত্রী আনন্দবাজারকে জানান, ‘প্রত্যেকবারই আমি এই দুর্মূল্য উপহার পাই, এটা শুধু আমার জন্যই ওর ডিজাইন করা, আমি দেখাব না আপাতত কাউকে। কারণ, সব এই ড্রেসগুলো, জীবনের কোনও বিশেষ অধ্যায়ের সময় আমি পরব।’
তবে স্বস্তিকার থেকে অভিষেক রায় কী উপহার পেয়েছেন? এবিষয়ে অভিনেত্রী বলেন, তিনি পুজোর পর প্রত্যেকবার বেড়াতে যান, সেখান থেকেই উপহার আনেন। এবার সেটা হয়নি। তবে ঘর সাজানোর জিনিস কিনেছেন, সঙ্গে চকোলেট সহ আরও কিছু টুকিটাকি জিনিস আছে বলে জানান।