বাংলা নিউজ > বায়োস্কোপ > Anurager Chhowa: সূর্যর দীপা হয়ে উঠতে কম কাঠখড় পোড়াতে হয়নি! স্বস্তিকার অডিশনের ক্লিপ ভাইরাল

Anurager Chhowa: সূর্যর দীপা হয়ে উঠতে কম কাঠখড় পোড়াতে হয়নি! স্বস্তিকার অডিশনের ক্লিপ ভাইরাল

স্বস্তিকা ঘোষের অডিশনের ক্লিপ 

Swastika Ghosh: ১৯ বছরেই পর্দায় দুই সন্তানের মা! স্বস্তিকা থেকে দীপা হয়ে ওঠা সহজ ছিল না। দেখুন স্বস্তিকা দত্তের ‘অনুরাগের ছোঁয়া’র অডিশনের ক্লিপ!

বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মেগা ‘অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহে এক নম্বর জায়গা হারালে 'সূদীপা' জুটিকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের শেষ নেই। বেঙ্গল টপারের তকমা হাতছাড়া হলেও চ্যানেল টপারের খেতাব ধরে রেখেছে এই মেগা। ‘অনুরাগের ছোঁয়া’র দীপা হিসাবে গত কয়েক মাসে বাঙালি দর্শকদের মনে জাগয়া করে নিয়েছেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

দক্ষিণ চব্বিশ পরগণার মেয়ে স্বস্তিকা। এখনও ১৯-এর গণ্ডি পার করেননি। ‘সরস্বতীর প্রেম’ সিরিয়াল দিয়ে তাঁর অভিনয় কেরিয়ারের শুরু, যদিও দীপা হিসাবেই তাঁর পরিচিতি গোটা বাংলায়। ‘অনুরাগের ছোঁয়া’ স্বস্তিকার কেরিয়ারের মোড় ঘুরিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বস্তিকার ‘অনুরাগের ছোঁয়া’র অডিশনের একটি ক্লিপ। সেখানে দেখা যাচ্ছে গ্রাম্য পরিবেশে দাঁড়িয়েই গড়গড়িয়ে সংলাপ আওড়াচ্ছেন অভিনেত্রী।

মুঠোফোনে সেলফি মুডে রেকর্ড করা এই ভিডিয়োয় একটি ইমোশন্যাল দৃশ্য পারফর্ম করতে দেখা গেল স্বস্তিকাকে। বলা বাহুল্য নিজের অভিনয় ক্ষমতায় নিমেষেই সবার মন জিতে নিয়েছেন নায়িকা।

সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল স্বস্তিকার অডিশনের এই ক্লিপিংস। নেটিজেনদের মতে, ‘এর চেয়েও দশ গুণ ভালো অভিনয় দীপার চরিত্রে করছে স্বস্তিকা’। অপর একজন লেখেন-'স্বস্তিকার অভিনয় মন ছুঁয়ে গেল'। 

নাচ-গান, অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল স্বস্তিকার। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের স্ট্রাগল সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘রায়দিঘি থেকে বাবার সঙ্গে অডিশন দিতে আসতাম কলকাতায়। ট্রেনে করে আসতে সময় লাগত তিন ঘণ্টা আবার বাড়ি যেতে আরও তিন ঘণ্টা। এমনও অনেক দিন হয়েছে যে, বাড়ি ফিরতে পারিনি। দু’-তিন বার তো স্টেশনেই রাত কাটাতে হয়েছে।’

প্রসঙ্গত, এই অল্প বয়সেই পর্দায় দুই মেয়ের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে স্বস্তিকা। অত্যন্ত সাবলীলভাবে তা ফুটিয়েও তুলছেন স্বস্তিকা। ‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক এপিসোডে দেখা গিয়েছে দীপাকে ফের অপমান করে মিশকা। জানায়, সূর্যর পরিবার নামেই তাঁকে এখনও বাড়ির বউ বলে আদতে লাবন্য সেনগুপ্ত মোটেই পরোয়া করে না দীপার। সবটা শুনে নেয় সূর্যর মা। এরপর দীপার সামনেই মিশকাকে কষিয়ে থাপ্পড় মারে বার কয়েক। মিশকার এমন হাল থেকে মজা লুটছে সূর্য-দীপার ভক্তরা। এখন দেখবার সোনা-রূপা কীভাবে তাঁদের বাবা-মা'র ভুল বোঝাবুঝি মেটাতে সফল হয়, পাশাপাশি  সোনা কি আদেও জানতে পারবে দীপাই তাঁর আসল মা? নাকি সূর্য ফের বড় কোনও ভুল করে বসবে। ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন এপিসোডে আসছে বড়সড় টুইস্ট। 

বন্ধ করুন