বাংলা নিউজ > বায়োস্কোপ > Swastika-RG Kar: মুষ্টিবদ্ধ হাতে ধরা দা, ১৪ অগস্ট রাত মেয়েরা দখল করুক, আরজি কর কাণ্ডের প্রতিবাদে ডাক দিলেন স্বস্তিকা

Swastika-RG Kar: মুষ্টিবদ্ধ হাতে ধরা দা, ১৪ অগস্ট রাত মেয়েরা দখল করুক, আরজি কর কাণ্ডের প্রতিবাদে ডাক দিলেন স্বস্তিকা

রাতে রাস্তায় নামার ডাক স্বস্তিকার

এই আন্দোলনের জন্য একটা পোস্টারও শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যে পোস্টারে লেখা ‘মেয়েরা রাত দখল করো’। সঙ্গে ইংরাজিতে লেখা, ‘The Night Is Ours’। পোস্টারের কেন্দ্রীয় ছবিতে মুষ্টিবদ্ধ হাতে ধরা দা-এর ছবি। সঙ্গে ‘জাস্টিস ফর আরজিকর’ স্লোগান তুলে লেখা ‘স্বাধীনতার মাঝরাতে নারী স্বাধীনতার জন্য।’

আরজি কর কাণ্ডে গোটা কলকাতা জুড়ে শোরগোল। তারই মাঝে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ নাকি বলে বসেছেন, 'রাতে একা সেমিনার হলে থাকা উচিত হয়নি'। বহু পড়ুয়া এবং চিকিৎসক তাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছেন। তবে শুধু চিকিৎসক ও পড়ুয়ারা নন, বহু তারকা থেকে সাধরণ মানুষ, সন্দীপ ঘোষের এধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। আর এবার এই পরিপ্রেক্ষিতেই নারীদের রাত দখলের ডাক দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

অধ্যক্ষের এমন লিঙ্গ বৈষম্যমূলক আচরণে ক্ষুব্ধ তারকা থেকে সাধারণ মানুষ। আর তাই ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের আগেরদিন রাত ১১.৫৫ মিনিটে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন স্বস্তিকা সহ সেলেবরা। যাদবপুর, কলেজস্ট্রিট ও অ্যাকাদেমি, শহরের এই তিন গুরুত্বপূর্ণস্থানে জড়ো হবেন প্রতিবাদী মহিলারা। এই আন্দোলনের জন্য একটা পোস্টারও শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যে পোস্টারে লেখা ‘মেয়েরা রাত দখল করো’। সঙ্গে ইংরাজিতে লেখা, ‘The Night Is Ours’। এই মিছিলে অংশ নেওয়ার জন্য তিনটি ফোন নম্বরও শেয়ার করেছেন স্বস্তিকা। আর পোস্টারের কেন্দ্রীয় ছবিতে মুষ্টিবদ্ধ হাতে ধরা দা-এর ছবি। সঙ্গে ‘জাস্টিস ফর আরজিকর’ স্লোগান তুলে লেখা ‘স্বাধীনতার মাঝরাতে নারী স্বাধীনতার জন্য।’

স্বস্তিকা এই পোস্টের ক্যাপশানে লিখেছেন, ‘প্রতিবাদের ভাষ্য তৈরি হচ্ছে, পিতৃতন্ত্রের শৃঙ্খল দুমড়ে মুচড়ে ভেঙে বেরিয়ে আসবে সব নিপীড়িত লিঙ্গ পরিচয়ের মানুষ! এগিয়ে আসুন, অংশ নিন জোরদার করে তুলি এই লড়াইকে আমরা!’

স্বস্তিকার এই ডাকে সাড়া দিয়ে অনেকেই জানিয়েছেন, তাঁরা এই মিছিলে অংশ নিতে যাবেন। কারোর আবার মনে হয়েছে, বহু মহিলা বাড়িতেও সুরক্ষিত নয়, তাই বাড়ি থেকেই প্রতিবাদ শুরু হোক। 

প্রসঙ্গত, আর জি করের ঘটনায় অনেকেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই সুরে সুর মিলিয়ে স্বস্তিকাও তাই বলেছিলেন, ‘হাসপাতালেও মহিলারা সুরক্ষিত নন, তাহলে যাব কোথায়?’

এদিকে আর জি করের ঘটনায় ইতিমধ্যে পদত্যাগের কথা জানিয়েছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ‘মৃত তরুণী রাতে এক কেন ছিলেন?’ এমন প্রশ্ন তুলে বিপাকে পড়েছেন তিনি। অবশেষে নিজের পদত্যাগের কথা জানিয়ে তাই বলেছেন, 'আর অপমানিত হতে পারছি না।' তিনি আরও বলেন, 'কেউ বাধ্য করেননি, স্বেচ্ছায় পদত্যাগ করছি।'

বায়োস্কোপ খবর

Latest News

চার পুলিশ অফিসারকে সমন পাঠাল সিবিআই, ‘‌বৃহত্তর ষড়যন্ত্রে’‌ কারা?‌ নয়া মোড় তদন্তে কাকদ্বীপ হাসপাতালে মানবিকতার ছোঁয়া, ৮০০ প্রসূতির প্রসব, কলকাতায় কর্মবিরতির জের 'মায়ের মতোই শিরদাঁড়া শক্ত',RG করের প্রতিবাদে সুদীপ্তাকন্যাকে দেখে বলছে নেটপাড়া অক্টোবরে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ, সময় বদলাবে, ভাগ্য ফিরবে ৩ রাশির অত ইংরেজি বুঝি না! টালার প্রাক্তন ওসির পাশে দাঁড়ানোর পরে সাফাই CPIM কাউন্সিলরের মাঠে বুঝি, মাঠের বাইরের নয়:- রোহিতের কমিউনিকেশন স্টাইল নিয়ে ঋষভ পন্ত গায়ে উর্দি, মাথায় জোকারের টুপি, TMC নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ কর্মী শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.