কাজ নিয়ে বেজায় ব্যস্ত তনুশ্রী চক্রবর্তী। নায়িকা এখন ডাক পেয়েছেন বলিউডে। সানি দেওলের নায়িকা হিসাবে শ্যুটিং সেরে ফেলেছেন অনেকটাই। কেরিয়ারের নতুন শুরু তনুশ্রী, এখন ব্যক্তিগত জীবনের বড় সিদ্ধান্তটা তাই নিতে চাইছেন না নায়িকা। বিয়ে করতে আগ্রহ প্রকাশ না করায় ব্যবসায়ী প্রেমিক রাজকুমার গুপ্তার সঙ্গে প্রেম ভেঙেছে তনুশ্রীর, এমনটাই গুঞ্জন।
ব্রেক-আপ প্রসঙ্গে এবার নীরবতা ভাঙলেন নায়িকা। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, নির্দিষ্ট সময় এলে সবটা জানাবেন। তবে এখন এই বিষয় নিয়ে কিছু বলতে চান না। ব্য়ক্তিগত জীবনে থিতু হওয়ার কথা ভাবছেন না ৩৮-এ পা দিতে চলা নায়িকা? যশ চোপড়ার ফিল্মি ডায়লগ ধার করে নায়িকার জবাব, ‘প্রত্যেকের জন্য কেউ না কেউ নির্দিষ্ট থাকেন। সময়ে তিনি প্রকাশ্যে আসেন।’ তাঁর মিস্টার রাইট নিশ্চয় রয়েছেন, সবটা সময়ের হাতে ছেড়ে দিয়েছে নায়িকা।
রাজ কুমার গুপ্তার সঙ্গে প্রেম কোনওদিনই প্রকাশ্যে স্বীকার করেননি তনুশ্রী। তবে এক দিদি নম্বর ১-এর মঞ্চে প্রেম সম্পর্কে থাকবার কথা খোলাখুলি জানিয়েছিলেন। প্রেমিকের নাম মুখে না আনলেও ইন্ডাস্ট্রিতে দুজনের প্রেম ছিল ‘ওপেন সিক্রেট’। এক বিজ্ঞাপনী প্রচারের কাজের সূত্রে আলাপ দুজনের, সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। আর আপতত শোনা যাচ্ছে ব্রেক-আপের গুঞ্জন।
সদ্যই মার্কিন মুলুক থেকে ফিরেছেন অভিনেত্রী। প্রবাসে সম্মানিত হয়ে আপ্লুত নায়িকা, তিন ছবি নিয়ে উড়ে গিয়েছিলেন আমেরিকায়। ‘আবার বছর ২০ পরে’, ‘কাঞ্চনজঙ্ঘা’, ‘সামসারা’ দেখে তনুশ্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রবাসীরা। খুশি নায়িকা। নিজের বলিউড সফর নিয়ে মুখে কুলুপ নায়িকার। শুধু বললেন, ‘চুক্তিতে সই করেছি। কিচ্ছুটি বলতে পারব না’।