বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘অলিম্পিকে প্রিয়া মালিক সোনা জিতেছেন’, এভাবে সব ঘেঁটে ঘ করলেন তনুশ্রী চক্রবর্তী!

‘অলিম্পিকে প্রিয়া মালিক সোনা জিতেছেন’, এভাবে সব ঘেঁটে ঘ করলেন তনুশ্রী চক্রবর্তী!

তনুশ্রী চক্রবর্তী (ছবি-ইনস্টাগ্রাম)

এভাবেও ভুল করা যায়! এটাই ভাবছেন সকলে…

টোকিও অলিম্পিকে মণিপুরের মেয়ে মীরাবাঈ চানুর রুপোর পদক জয় নিয়ে ভুল টুইট করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী টিস্কা চোপড়া। আবার খানিকটা সেই পথেই হাঁটলেন টলিউডের তনুশ্রী চক্রবর্তী। তাঁর অলিম্পিকের জ্ঞানের বহর দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের। 

তনুশ্রী তাঁর টুইটারে লেখেন, ‘অলিম্পিকে প্রিয়া মালিক সোনা জিতেছেন। কী দারুণ ভাবে শুরু হল অলিম্পিক! আমাদের দেশের মেয়েরা সোনা এবং মন, দুই-ই জয় করছে।’ আর এখানেই ভুল করেছেন তিনি। আসলে প্রিয়া মালিক সোনা পেলেও তা অলিম্পিকে পাননি। পেয়েছেন হাঙ্গেরিতে  বিশ্ব ক্যাডেট কুস্তি প্রতিযোগিতায়। আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁকে।

তনুশ্রীর টুইট।
তনুশ্রীর টুইট।

‘দিদি আপনি কি সত্যি একবারও অলিম্পিকটা খুলে দেখেছেন’, ‘সব কিছু সোশ্যাল মিডিয়া দেখে ঝাণপলে এরকমটাই হয়’, ‘আপনি বিজেপি ছাড়লেন কেন, ওরা অপনার জন্য উপযুক্ত’, ‘আপনাকে তো বুদ্ধিমতী বলেই জানতাম’-- এরকম হাজারও তির্যক মন্তব্য শুনতে হয় তাঁকে। অবশ্য কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন প্রযোজক রানা সরকার। তিনি তনুশ্রীকে ট্যাগ করে লিখেছেন, ‘উনি অলিম্পিকে সোনা জেতেননি। তবে আশা করি আমরাও অলিম্পিকে সোনা পাব।’

টুইট ভরে গিয়েছে এই ধরনের মন্তব্যে।
টুইট ভরে গিয়েছে এই ধরনের মন্তব্যে।

বিশ্ব ক্যাডেটে ৭৩ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন প্রিয়া। ফাইনালে বেলারুসের সেনিয়া পাটাপোভিচকে ৫-০ পয়েন্টে হারিয়ে দেন। প্রিয়ার জয়ের পরেই তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, এখনও তনুশ্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রয়েছে সেই টুইট (এই খবর প্রকাশ হওয়া পর্যন্ত)। এভাবে ভুল খবর দেওয়ায় বেশ নাজেহাল হতে হল অভিনেত্রীকে।

শনিবার টিস্কা মীরাবাঈ চানুকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলবশত ইন্দোনেশিয়ার ভারোত্তলক উইন্ডি ক্যানটিকা আইসাহ-র ছবি শেয়ার করে বসেন। ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন ইন্দোনেশিয়ার এই ভারোত্তলক। তারপর অবশ্য নিজের এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন টিস্কা। ছবিও পরিবর্তন করে দেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ডিউটি না করলে চাকরি ছাড়ুন, ডাক্তারদের হুঁশিয়ারি কুণালের,আপনি নিট দিন,পালটা জবাব 'অন্তরের বাচ্চাটা আজ বেজায় খুশি!' বেন ১০ এর টাইটেল ট্র্যাক গাইছেন সুনিধি চৌহান! সৌর ও জলবিদ্যুৎ প্রকল্পে হাত অনিল আম্বানির, ভুটানে রিলায়েন্সের বড় ব্যবসা শুরু বেশি মাইনের আশায় PSU সংস্থার অফার ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা-IIT Mandi পুজোয় রসনা তৃপ্ত হোক দক্ষিণী স্টাইলের কাঁকড়া রোস্টে, রেঁধে ফেলুন এভাবে ICC Women's T20I Rankings: হরমনপ্রীতের লম্বা জাম্প, পিছিয়ে পড়লেন স্মৃতি-দীপ্তি পুজোয় অতিথিদের চমকে দিন চম্পারণ মটন রেঁধে, জমে উঠুক দুপুরের আহার আপনার সন্তানের IQ Level কতটা ভালো! জানতে পারবেন এই ৭ উপসর্গ দেখলেই দিল্লির প্রবাসী বাঙালি? রাজধানীতে আয়োজিত কোন কোন পুজো মিস করবেন না এবার ‘আমি……’, প্রথমবার মুখ খুলেই বিস্ফোরক RG করের অভিযুক্ত সঞ্জয়! চার্জ গঠন নভেম্বরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.