টোকিও অলিম্পিকে মণিপুরের মেয়ে মীরাবাঈ চানুর রুপোর পদক জয় নিয়ে ভুল টুইট করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী টিস্কা চোপড়া। আবার খানিকটা সেই পথেই হাঁটলেন টলিউডের তনুশ্রী চক্রবর্তী। তাঁর অলিম্পিকের জ্ঞানের বহর দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের।
তনুশ্রী তাঁর টুইটারে লেখেন, ‘অলিম্পিকে প্রিয়া মালিক সোনা জিতেছেন। কী দারুণ ভাবে শুরু হল অলিম্পিক! আমাদের দেশের মেয়েরা সোনা এবং মন, দুই-ই জয় করছে।’ আর এখানেই ভুল করেছেন তিনি। আসলে প্রিয়া মালিক সোনা পেলেও তা অলিম্পিকে পাননি। পেয়েছেন হাঙ্গেরিতে বিশ্ব ক্যাডেট কুস্তি প্রতিযোগিতায়। আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁকে।
‘দিদি আপনি কি সত্যি একবারও অলিম্পিকটা খুলে দেখেছেন’, ‘সব কিছু সোশ্যাল মিডিয়া দেখে ঝাণপলে এরকমটাই হয়’, ‘আপনি বিজেপি ছাড়লেন কেন, ওরা অপনার জন্য উপযুক্ত’, ‘আপনাকে তো বুদ্ধিমতী বলেই জানতাম’-- এরকম হাজারও তির্যক মন্তব্য শুনতে হয় তাঁকে। অবশ্য কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন প্রযোজক রানা সরকার। তিনি তনুশ্রীকে ট্যাগ করে লিখেছেন, ‘উনি অলিম্পিকে সোনা জেতেননি। তবে আশা করি আমরাও অলিম্পিকে সোনা পাব।’
বিশ্ব ক্যাডেটে ৭৩ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন প্রিয়া। ফাইনালে বেলারুসের সেনিয়া পাটাপোভিচকে ৫-০ পয়েন্টে হারিয়ে দেন। প্রিয়ার জয়ের পরেই তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, এখনও তনুশ্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রয়েছে সেই টুইট (এই খবর প্রকাশ হওয়া পর্যন্ত)। এভাবে ভুল খবর দেওয়ায় বেশ নাজেহাল হতে হল অভিনেত্রীকে।
শনিবার টিস্কা মীরাবাঈ চানুকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলবশত ইন্দোনেশিয়ার ভারোত্তলক উইন্ডি ক্যানটিকা আইসাহ-র ছবি শেয়ার করে বসেন। ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন ইন্দোনেশিয়ার এই ভারোত্তলক। তারপর অবশ্য নিজের এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন টিস্কা। ছবিও পরিবর্তন করে দেন।