বাংলা নিউজ > বায়োস্কোপ > Mimi Chakraborty: দায়িত্বে অবিচল, ভাঙড়ে ৫ যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন সাংসদ-অভিনেত্রী মিমি

Mimi Chakraborty: দায়িত্বে অবিচল, ভাঙড়ে ৫ যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন সাংসদ-অভিনেত্রী মিমি

৫ জন যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন মিমি চক্রবর্তী

Mimi Chakraborty: ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতাল পরিদর্শনে এসে পাঁচ যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী। ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি। 

শুক্রবার ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন পাঁচজন যক্ষ্মা রোগীকে দত্তক নেন তিনি। সাংসদ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে এদিন জরুরি বৈঠক সারেন মিমি।

প্রসঙ্গত, সম্প্রতি ভাঙড় ১ ব্লকের নলমুড়ি ব্লক হাসপাতাল ও ভাঙড় ২ ব্লকের জিরেনগাছা ব্লক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সাংসদ-অভিনেত্রী মিমি। নতুন দায়িত্ব গ্রহণের পর শুক্রবারই ছিল ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রথম বৈঠক।

আরও পড়ুন: গোয়েন্দা নারীর চরিত্রে সৌরসেনী, সঙ্গী অর্জুন, অন্য রকমের গল্প বলবেন অরিন্দম শীল

জনপ্রতিনিধি হিসেবে বৈঠকের আগে প্রাথমিকভাবে হাসপাতাল পরিদর্শন করেন মিমি। চিকিৎসক, নার্স এবং সাপোর্টিং স্টাফদের সঙ্গে কথা বলেন। রোগী এবং হাসপাতালের কর্মীদের যে যে বিষয়গুলি নিয়ে সমস্যা রয়েছে, এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন। হাসপাতালের উন্নয়নে নানা পদক্ষেপ করা হবে বলেও জানান অভিনেত্রী-সাংসদ।

উল্লেখ্য, ভাঙড় ১ ব্লক এলাকায় বর্তমানে মোট ৭৩ জন যক্ষ্মা রোগী আছেন। সমস্ত রোগীদের অনেকেই অত্যন্ত দুঃস্থ। নুন আনতে পান্তা ফুরোয় তাঁদের। অসহায় রোগীদের কথা জানতে পেরেই অভিনেত্রী তাঁদের পাশে থাকার সিদ্ধান্ত নেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি, দ্রুত সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে প্রয়োজনীয় প্রোটিনযুক্ত খাবার এবং অন্যান্য যাবতীয় ব্যবস্থার খরচ তিনি বহন করবেন বলে জানান।

শুধু মিমিই নন, স্থানীয় তৃণমূল নেতা কাইজার আহমেদ দু'জন টিবি রোগীকে দত্তক নেন এবং ভাঙড়-১ ব্লকের বিডিও দিপ্যমান মজুমদারও তিন রোগীকে দত্তক নেন। মানুষ যেন দত্তক নেওয়ার বিষয়ে যাতে আরও আগ্রহী হন, সেই বার্তাও দেন সাংসদ-অভিনেত্রী। মিমির প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা।

বন্ধ করুন