ফের একবার ছোটপর্দায় ফিরছেন টেলি দর্শকদের প্রিয় 'বকুল' ঊসষী রায়। দীর্ঘ ৪ বছর পর আবারও একবার ছোটপর্দার দর্শকদের কাছে ফিরতে চলেছেন তিনি। এই মুহূর্তে টেলি দুনিয়ার যা পরিস্থিতি, তাতে একটু TRP-র এদিক ওদিক হলেই বন্ধের মুখে পড়তে হচ্ছে বহু ধারাবাহিককে। এই টালমাটাল পরিস্থিতিতেই আরও একবার টেলিভিশনে ফিরছেন ‘বকুল কথা’র 'বকুল' অর্থাৎ ঊষসী।
তবে এবার ঊষসী ছোটপর্দায় ফিরছেন রাজ চক্রবর্তীর হাত ধরে। হ্যাঁ, ঠিকই শুনছেন রাজ চক্রবর্তীর নতুন ধারাবাহিকের হাত ধরেই এবার ছোটপর্দায় ফিরছেন ঊষসী রায়। তবে তাঁর বিপরীতে এবার কাকে দেখা যাবে?
জানা যাচ্ছে, ঊষসীর বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে। সুস্মিত অবশ্য ঊষসীর তুলনায় অনেকটাই নতুন। তবে এর আগে স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক 'বরণ'-এ দেখা যাবে ঊষসীকে। তারপর তাঁকে দেখা গিয়েছে 'মাধবীলতায়'। তবে সেই অর্থে ঊষসীর তুলনায় অপেক্ষাকৃত অনেকটাই নতুন সুস্মিত। শোনা যাচ্ছে, পুজোর আগেই নতুন ধারাবাহিকের শ্যুট শুরু করতে পারেন রাজ চক্রবর্তী। যদিও এদিকে নিজের টেলিভিশনে ফেরা নিয়ে মুখ খুলতে চানননি ঊষসী।
আরও পড়ুন-ভারতীয় সিনেমায় অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
যদিও এর আগে বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে ঊষসী রায় বারবার বলেছেন, তাঁর কাছে কোনও পর্দায় ছোট-বড় নয়। ছোটপর্দায় তাঁকে পরিচিতি দিয়েছে, তাই সবসময়ের জন্য ছোটপর্দা তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তাই ভালো গল্প পেলে আবারও তিনি ছোটপর্দায় ফিরতে রাজি।
শেষবার ছোটপর্দায় জি বাংলার 'কাদম্বিনী' ধারাবাহিকে দেখা গিয়েছিল ঊষসী রায়কে। মাঝের সময়টা বেশকিছু ওয়েব সিরিজে কাজ করেছেন ঊষসী। আর এবার পূর্বের কথা মতোই আবারও ফিরছেন ছোটপর্দায়।
প্রসঙ্গত, ঊষসীর শুরুটা হয়েছিল, ২০১৫ সালে জিতু কমলের বিপরীতে স্টার জলসার 'মিলন তিথি' ধারাবাহিকের হাত ধরে। পরে ২০১৭ সালে ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। তবে এরপরে হানি বাফনার বিপরীতে 'বকুল কথা' ধারাবাহিকের 'বকুল' হয়েই জনপ্রিয়তা পান ঊষসী রায়। ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত চলেছিল এই ধারাবাহিক। আর এরপরই 'কাদম্বিনী' ধারাবাহিকে অভিনয় করেন তিনি।তারপর আর তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি।
২০২১ সালে হইচই-এর 'টুরু লাভ' ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি। এছাড়াও আরও কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন ঊষসী। পেয়েছেন বেশকিছু পুরস্কার। তবে এবার আরও একবার ছোটপর্দায় প্রিয় তারকা ঊষসী রায়কে দেখতে অপেক্ষা করে রয়েছেন টেলিভিশনের দর্শকরা। এখন তাঁর ফেরা শুধুই সময়ের অপেক্ষা।