অগণিত বিতর্ককে সঙ্গী করেই বক্স অফিসে রমরমিয়ে চলছে দ্য কেরালা স্টোরি। চলতি মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে ২০০ কোটির ঘর ছুঁতে চলেছে। এখনও বক্স অফিসের ৩৭.২৯ শতাংশ দখলে আছে বাঙালি পরিচালক সুদীপ সেনের এই সিনেমার। বর্তমানে এটি সবচেয়ে বেশি উপার্জনকারী দ্বিতীয় হিন্দি সিনেমা। পয়লা নম্বরে আছে শাহরুখ খানের পাঠান। কেরালায ধর্মান্তরিত হওয়া মহিলাদের নিয়ে এই সিনেমা, যাদের ভুল বুঝিয়ে শুধু ইসলাম ধর্ম নেওয়ানো হয়নি, সঙ্গে পাঠানো হয়েছে আইএসআইএস-এ।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা। যোগিতা বিহানির নিমা চরিত্রটিও সিনেমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে যোগিতা জানান, ছবি নিয়ে তৈরি হওয়া বিতর্কের জন্য তিনি মোটেও তৈরি ছিলেন না।
‘আমি খুব সাধারণ মানুষ। একটা সিনেমা মুক্তি পাবে, লোক সেটা দেখবে এবং প্রশংসা করবে। এটাই এতদিন ছিল আমার জীবন। হঠাৎ করে অনেক কিছু শুরু হয়ে গেল, যা আমাকে উদ্বিগ্ন করেছে। ভিতরে তৈরি হয়েছে অস্থিরবোধ, যা আমি নিজেই বুঝতে পেরেছি। আমরা তিন মহিলার গল্প দেখাতে চেয়েছিলাম। তাদের চারপাশে কী হচ্ছে সেটাই দেখাতে চেয়েছিলাম। তবে বুঝেছি তুমি যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করছ, তখন লাখ বা কোটি দর্শকের সামনে তা রাখছ। আর তা নিয়ে একেকজনের একেক মত থাকবেই।’
যদিও দেশের একাংশ দ্য কেরালা স্টোরিকে ‘রাজনৈতিক প্রোপাগন্ডা’ হিসেবে দেখছে। এমনকী পরিচালক থেকে প্রযোজক, ছবির অভিনেতাদের থ্রেট করা হচ্ছে, চলছে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কটাক্ষ।
ছবিতে থাকা ধর্ষণের দৃশ্য সম্পর্কে কথা বলতে গিয়ে যোগিতা বিহানি জানান, ‘ছবিতে থাকা ধর্ষণের দৃশ্যগুলির দায়িত্ব আমরা পরিচালকের উপকরেই ছেড়ে দিয়েছিলাম। ছবিতে যে সমস্ত ধর্ষণের দৃশ্য রয়েছে তা দেখতে অস্বস্তিকর হতে পারে, তবে তিনি নিশ্চিত করেছেন যে অভিব্যক্তির উপর ফোকাস রেখে এটি নান্দনিক করে তুলতে হবে। কিন্তু সেই দৃশ্যের জন্য যখন আমার শুটিং করার সময় আসে, তখন সেই অবস্থানে থাকা কোনও মেয়ের পক্ষেই সহজ নয়। আমার পক্ষেও নয়। সেটে থাকা ছেলে অভিনেতারাও একদম খুশি ছিলেন না এরকম দৃশ্যের শ্যুটের সময়ে। আমরা সবাই খুব চুপচাপ ছিলাম। আমার মাথায় শুধু ঘুরছিল অ্যাকশন, রিয়্যাকশন, কাট। কারণ এর থেকে বেশি ভাবলে তা আমাকে মানসিক ভাবে আরও আঘাত দিত। ওই দৃশ্যের অনেকটা সময় পরেও আমি যেন ঘোরের মধ্যে ছিলাম।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)