বাংলা নিউজ > বায়োস্কোপ > Buddhadeb Bhattacharya Demise: ‘আসলে এইসব মানুষেরা বিরল...' বুদ্ধদেবের মৃত্যুতে স্মৃতির পাতায় উঁকি ঋতুপর্ণার

Buddhadeb Bhattacharya Demise: ‘আসলে এইসব মানুষেরা বিরল...' বুদ্ধদেবের মৃত্যুতে স্মৃতির পাতায় উঁকি ঋতুপর্ণার

‘আসলে এইসব মানুষেরা বিরল...' বুদ্ধদেবের মৃত্যুতে স্মৃতির পাতায় উঁকি ঋতুপর্ণার

Buddhadeb Bhattacharya Demise: রাজনীতির দুনিয়ায় তিনি ছিলেন একজন আদর্শ নেতা। প্রায় এগারো বছর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পাশাপাশি তাঁর পাণ্ডিত্য নিয়েও কোনও প্রশ্ন নেই। একের পর এক অনবদ্য লেখা তিনি সৃষ্টি করেছেন। এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন টলিউডের একাধিক ব্যক্তিত্ব।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে শোনা যায় হাসপাতালে যাওয়া নিয়ে ছিল তাঁর প্রবল আপত্তি। আর তাই পাম অ্যাভিনিউয়ের নিজের বাড়িতেই বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর প্রয়াণে স্মৃতিভাগ ঋতুপর্ণা সেনগুপ্তের।

ঋতুপর্ণার সঙ্গে ছিল তাঁর স্নেহের সম্পর্ক। তাই বিয়ের দিন একজন অভিভাবকের মতোই আশীর্বাদ করতে পৌঁছে গিয়েছিলেন তাঁকে। সেই স্মৃতিচারণ করেই অভিনেত্রী বললেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আমি একবার হাসপাতালে দেখতেও গিয়েছিলাম। বহু স্মৃতি আজ ভিড় করে আসছে। আমার বিয়ের দিনের কথা মনে পড়ছে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধবাবু সেদিন এসেছিলেন। আমাকে আশীর্বাদ করেছিলেন তাঁরা।’ তিনি আরও বলেন, ‘আসলে এইসব মানুষেরা বিরল এই পৃথিবীতে। তাঁর ত্যাগ, আইডিয়োলজি, মানসিকতা, শিক্ষা- আমাদের সমাজকে সবসময়ই আলোকিত করেছে। আজকে ওঁর মতো একজন শিক্ষিত মানুষ, এমন ব্যক্তিত্ব, বলিষ্ঠ রাজনীতিবিদ চলে গেলেন। তা ক্ষতি বলা চলে। আমাদের সমাজের জন্য যে কাজ করে গিয়েছেন, যে সম্ভার রেখে গিয়েছেন, আমার মনে হয় সেটা আমাদের কাছে খুব বড় পাওনা। একজন ডেডিকেটেড মানুষকে আমরা হারালাম।’

আরও পড়ুন: (টরেন্টোর ফুড ফেস্টিভ্যালে প্রীতি, ধরা দিলেন দেশি লুকে)

আরও পড়ুন: (ফ্রক পরা বাচ্চা মেয়েটিকে আদরে ভরাচ্ছেন ‘মামা’ বুদ্ধদেব ভট্টাচার্য,খুদেকে চিনলেন?)

বুদ্ধবাবু হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁকে দেখতে গিয়েছিলেন ঋতুপর্ণা। তাঁর প্রয়াণের দিন অভিনেত্রী বললেন, ‘এই মানুষটাকে অন্তর থেকে স্যালুট। প্রণাম জানাই তাঁকে। পরিবারের সকলকে আমার সমবেদনা। আমরা সবসময় বুদ্ধবাবুকে মনে রাখব। এবং সব কাজের মধ্যেই তিনি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন আজীবন।’

রাজনীতির দুনিয়ায় তিনি ছিলেন একজন আদর্শ নেতা। প্রায় এগারো বছর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। জ্যোতিবাবুর উত্তরসূরী হিসেবে দেশের কাছে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দক্ষতার সঙ্গে। পাশাপাশি তাঁর পাণ্ডিত্য নিয়েও কোনও প্রশ্ন নেই। একের পর এক অনবদ্য লেখা তিনি সৃষ্টি করেছেন। এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন টলিউডের একাধিক ব্যক্তিত্ব।

আরও পড়ুন: ('ওকে বলেছিলাম হাত দেখে দিতে...' অপরাজিতা কবে নায়িকা হবেন ভবিষ্যদ্বাণী করেন বন্ধু টোটা! মিলেছিল সেই কথা?)

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের একটি ছবি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লেখেন, 'একজন সত্যিকারের ভালো গুনী মানুষ চলে গেলেন ...ভালো থাকবেন .. বুদ্ধ বাবুর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।'

বাদ গেলেন না রূপম ইসলাম পত্নীও। রূপসা দাশগুপ্ত তাঁর ফেসবুকের পাতায় এদিন লেখেন, 'ওঁর জীবনটাই সব থেকে বড় উদাহরণ ছিল সাধারণ ভাবে বেঁচে বড় ভাবনা চিন্তা করার।'

সৌরভ পালোধি, যিনি নিজেও একজন কমিউনিস্ট এবং সিপিএম সমর্থক তিনি ভীষণ গভীর ভাবে শোকাহত হয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে। তিনি এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের একটি ছবি শেয়ার করে লেখেন, 'আমরা সবাই আপনাকে হারিয়ে দিলাম।'

বায়োস্কোপ খবর

Latest News

হোলির পর, রাহু কেতুর রাশি পরিবর্তন, ৪ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে আপনার হার্ট কি সুস্থ নাকি অসুস্থ? শরীর নিজেই দেয় সংকেত, শুধু লক্ষণ জানলেই হবে প্রয়াত মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক তথা সুনীল গাভাসকরের কাছের বন্ধু মিলিন্দ রেগে ‘ঝিনুকের চেয়ে বয়সে বড় দামিনী, আমার বোনের মতো’, ছেলের প্রেমিকাকে নিয়ে শ্রাবন্তী সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে, জারি সতর্কতা রাজ্যের স্বাস্থ্যসচিবকে কার্যত ‘নির্বোধ’ বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি ভুল করেও ঘরে আনবেন না এই ৫টি খাবার, অল্প বয়সেই শরীরে বাসা বাঁধবে গুরুতর রোগ রিজেন্ট পার্কে ডাকাতির ঘটনায় ইউ টার্ন, গ্রেফতার খোদ অভিযোগকারিনীই WPL Purple Cap: বেগুনি টুপির দৌড়ে টক্কর দিচ্ছেন রেনুকা, সেরা ৫-এ রয়েছেন প্রিয়াও Lunar Eclipse: বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন, ভারতে এটি দেখা যাবে?

IPL 2025 News in Bangla

ওরা টানা তিন বছর শুধু ম্যাগি খেয়েছিল… নীতা আম্বানির গলায় পান্ডিয়া ভাইদের গল্প ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, গিলকে দেশের অধিনায়ক হিসাবে চাইছেন গুজরাটের COO নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে MI, এক নজরে পুরো সূচি IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? IPL 2025-র এল ক্লাসিকো ২৩ মার্চ! দেখে নিন কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে CSK ‘বাদশাহ’ বনাম ‘কিং’-এর লড়াই দু'বার! MI খেলবে একবার, দেখুন RCB IPL 2025 Schedule IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর,কবে,কোথায় খেলা নাইটদের?রইল সূচি IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ SRH vs RR ও CSK vs MI বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই বড় আপডেট IPL 2025: MI-এ বড় পরিবর্তন! আল্লাহ গজনফরের বদলি হিসেবে দলে মুজিব উর রহমান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.