বাংলা নিউজ > বায়োস্কোপ > Adah Sharma: ‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কে সরব আদা, স্পষ্ট করলেন তাঁর ছবি ‘ইসলামের বিরুদ্ধে নয়’

Adah Sharma: ‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কে সরব আদা, স্পষ্ট করলেন তাঁর ছবি ‘ইসলামের বিরুদ্ধে নয়’

‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কে সরব আদা

Adah Sharma: দ্য কেরালা স্টোরি নিয়ে যেন বিতর্কের আর অন্ত নেই। পশ্চিমবঙ্গ সরকার ব্যান করেছে এই ছবি। তামিল নাড়ুর হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুদীপ্ত সেনের ছবি। এবার নিজের ছবি নিয়ে কী বললেন আদা শর্মা?

আদা শর্মা (Adah Sharma) অভিনীত, সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত ছবি দ্য কেরালা স্টোরি (The Kerala Story) নিয়ে বিতর্ক থামার নাম গন্ধ নিচ্ছে না যেন। মুক্তি পাওয়ার আগে থেকেই নানা বিতর্ক তৈরি হয়েছিল এই ছবিকে কেন্দ্র করে, কিন্তু ৫ মে ছবিটা মুক্তি পাওয়ার পর সেটা যেন অনেকটা বেড়ে গিয়েছে। এবার এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী আদা শর্মা।

এই ছবিতে দেখানো হয়েছে যে আদা শর্মার চরিত্র অর্থাৎ শালিনী ওরফে ফতিমা নিজের স্বাধীনতা বোঝাতে হিজাব পোড়াচ্ছে। অন্যদিকে সিদ্ধি ইদনানির চরিত্র গীতাঞ্জলিকে দেখা যায় তাঁর বাবার গায়ে থুতু ছেটাতে। তিনি তাঁর এই ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার বিষয়টিকে সত্য প্রমাণ করতে এই ঘটনা ঘটান। অনেকেই এই সব কারণে ছবিটিকে উসকানিমূলক বলে দাবি করেছেন। বলেছেন জেনে বুঝে এই ছবি মাধ্যমে মুসলিম বিদ্বেষী বার্তা দেওয়া চেষ্টা করা হয়েছে। যদিও ছবির নির্মাতারা ছবি বানানোর বিষয়ে স্বাধীনতা নিয়ে সওয়াল করেছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আদা শর্মা।

অভিনেত্রী তাঁর দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'এই ছবিতে বলা হয়েছে যে মানুষ আতঙ্কবাদের জন্য ইসলামকে হাতিয়ার বানিয়েছে ছেলে মেয়েদের আইসিস গ্রুপে যোগ দেওয়ানোর জন্য। তাই যাঁরা ভাবছেন এই ছবি ইসলাম ধর্মের বিরুদ্ধে তাঁরা ভুল করছেন। দ্য কেরালা স্টোরি কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এটা আতঙ্কবাদ নিয়ে বার্তা দিতে চেয়েছে। আর আতঙ্কবাদীদের কোনও ধর্ম হয় না। আমি আমার ধর্ম নিয়ে আত্মবিশ্বাসী। তাই আমি অন্য কারও ধর্মকে ছোট করব না। আমরা এমন একটা দেশে থাকি যেখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকেন আর সবাইকে শ্রদ্ধা করা হয়।'

তিনি তাঁর বক্তব্যে আরও বলেন এটা দর্শকদের উপর যে তাঁরা কীভাবে ছবিটা দেখবেন। কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল এই ছবিকে সমর্থন করেছে। উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, হরিয়ানায় এই ছবিকে করমুক্ত করা হয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বলা হয়েছে এই ছবি উসকানিমূলক। সুপ্রিম কোর্ট থেকে ছবি ব্যান করার কারণ জানতে চাওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই একই জবাব দেয়। তামিল নাড়ুর হল থেকেও সরিয়ে নেওয়া হয়েছে এই ছবি। যদিও বক্স অফিসে রীতিমত কামাল দেখিয়ে ১৫০ কোটির গণ্ডি টপকে গেছে এই ছবি।

বন্ধ করুন