১৯২০, কমান্ডো ইত্যাদি ছবিতে কাজ করলেও তিনি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছন কেরালা স্টোরি ছবিটির হাত ধরে। কিন্তু তারপরেও আদা বলছেন তিনি আগে এই পেশার খুঁটিনাটি জানলে এখানে আসতেন না। কিন্তু কেন? কী এমন ঘটল ফাঁস করলেন নিজেই।
আরও পড়ুন : 'সঙ্গে ভিডিয়োগ্রাফার নিয়ে গেছিল', মেয়েকে নিয়ে শপিং যাওয়া লোক দেখানো স্টান্ট শামির! দাবি বিচ্ছিন্না স্ত্রী হাসিনের
কী জানিয়েছেন আদা শর্মা?
ভারতী টিভি পডকাস্ট শোতে আদা শর্মা জানিয়েছেন তিনি আগে জানলে এই পেশাকে বেছে নিতেন না। বিষয়টা খোলসা করে অভিনেত্রী বলেন, 'আমি ভেবেছিলাম আমি নাচ পারি, অভিনয় পারেন তাহলে আমি হয়তো সহজেই নাচের ছবি পেয়ে যাব। ভেবেছিলাম ছবি পাঠাব, অডিশন দেব আর কাজ পেয়ে যাব। যদি বাস্তবটা জানতাম তাহলে আমি এই পেশাতেই আসতাম না।'
আরও পড়ুন : 'মানসিক সুস্থতা কামনা করি', আরজি করে নির্যাতিতার মূর্তি বসতেই কটাক্ষ BJP -র তরুণজ্যোতি, গায়ক সুরজিৎদের
বিয়ে নিয়ে কী জানালেন আদা?
আদা জানিয়েছেন তিনি আপাতত তাঁর সম্পূর্ণ ধ্যান জ্ঞান সব কাজের উপরেই রাখতে চান। সিনেমাতেই মন দিতে চান। বিয়ে সম্পর্ক নিয়ে ভাবছেন না। যদিও মজা করে বলেন, 'আমি এখন লং ডিসটেন্স সম্পর্কে আছি। ওই প্রিয়াঙ্কা চোপড়া আর হৃতিক রোশনের ছবিটা আছে না কই মিল গয়া। ওখানে জাদু যে গ্রহে থাকত আমার প্রেমিক তার পাশের গ্রহে থাকে।'
প্রসঙ্গত সম্প্রতি আদা শর্মা সুশান্ত সিং রাজপুত যে ফ্ল্যাটে মারা যান সেই ফ্ল্যাটে ভাড়া থাকছেন। তাঁকে আগামীতে রীতা সান্যাল নামক একটি ওয়েব সিরিজে দেখা যাবে। সেখানে তিনি উকিলের চরিত্রে ধরা দেবেন। তাঁর সঙ্গে সেখানে রাহুল দেব, অঙ্কুর রাঠি, প্রমুখকে দেখা যাবে।
আরও পড়ুন : দেবীপক্ষেই সায়নদীপের গলায় মালা রূপসার! মেরুন বেনারসিতে যেন ঠিক 'লক্ষ্মীমন্ত' বউমা, দেখুন বিয়ের ছবি