বাংলা নিউজ > বায়োস্কোপ > Adah Sharma: ‘এই ক্ষত সারবে না’, আদা জানালেন ‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করতে গিয়ে কী জানলেন

Adah Sharma: ‘এই ক্ষত সারবে না’, আদা জানালেন ‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করতে গিয়ে কী জানলেন

আদা জানালেন ‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করতে গিয়ে কী জানলেন

Adah Sharma: শত বিতর্কের মাঝেও বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে আদা শর্মা অভিনীত ছবি দ্য কেরালা স্টোরি। এই ছবিতে তাঁকে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে দেখা গিয়েছে। এবার নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন আদা।

ছবিটি নিয়ে প্রথম থেকে শত বিতর্ক দানা বেঁধেছে। ইতিমধ্যেই এই ছবিকে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবুও বক্স অফিসে ঝড় তুলে ব্যাপক ব্যবসা করছে এই ছবি। ৫০ কোটির গণ্ডি টপকে গেছে মাত্র কয়েকদিনেই। এবার এই ছবির বিষয়ে, বিশেষ করে নিজের চরিত্রের বিষয়ে মুখ খুললেন অন্যতম অভিনেত্রী আদা।

ইতিমধ্যেই বক্স অফিসে সাফল্য পেয়েছে এই ছবি। এই বিষয়ে আদার কী মোট? ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমি কোনও ফিল্মি পরিবার থেকে আসিনি। তা সত্বেও যেভাবে সবার থেকে ভালোবাসা পাচ্ছি সেটা অতুলনীয়। গোটা দেশ আমায় নিয়ে চর্চা করছে। এটা যেন পুরো স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে যেন এক এক করে সব স্বপ্ন সত্যি হচ্ছে।

এই ছবি চরম বিরোধিতার মুখে পড়েছে। বিশেষ করে প্রযোজক এবং তাঁকে অনেক প্রতিকূল অবস্থা মধ্যে দিয়ে যেতে হয়েছে, এই কঠিন সময়কে কীভাবে সামলালেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, 'আমরা প্রচুর সাপোর্ট পেয়েছি। এটাই। আমি ধন্য তার জন্য। এই ছবি অনেক মেয়েকে সচেতন, সতর্ক করবে, তাঁদের জীবন বাঁচাবে।'

এই চরিত্রটা করতে ভয় লেগেছে? উত্তরে আদা বলেন, 'শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্র করতে গিয়ে আমি শারীরিক এবং মানসিক দুই ভাবে ভীষণই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। এর ক্ষত সোজাসুজি আমার আত্মায় হয়েছে। আজীবনেও সেই ক্ষত সারবে না।'

যে অল্প বয়সী মেয়েদের এই ফাঁদে ফেলা হয়ে তাঁদের জন্য আদা বলেন, 'যখনই জীবনে এমন কোনও বিপদ আসবে, যখনই নিজে সিদ্ধান্ত নিতে পারবে না তখনই বড়দের সঙ্গে কথা বলো।'

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন জরুরি ভিত্তিতে। তাঁর মতে এই ছবি উসকানিমূলক, রাজ্যে কোনও রকম অপ্রীতিকর হিংসা বা ঘৃণার ঘটনা যাতে না ঘটে এই ছবিকে কেন্দ্র করে তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সদস্য এবং অভিনেতা বাণী ত্রিপাঠী পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেন। একটি সাক্ষাৎকারে বাণী বলেন, এটা দর্শকদের উপরেই ছাড়া উচিত। তাঁরা ছবিটা দেখবেন কী দেখবেন না, তাঁদের কেমন লাগছে সেটা তাঁদের উপরেই ছাড়া উচিত। তিনি সরকারের এই পদক্ষেপকে অগণতান্ত্রিক বলেও আখ্যা দেন।

বন্ধ করুন