বাংলা নিউজ > বায়োস্কোপ > কেরালা স্টোরির রেশ এখনও ফিকে হয়নি, এর মধ্যেই আদা জানালেন তাঁর পরবর্তী কাজের খবর

কেরালা স্টোরির রেশ এখনও ফিকে হয়নি, এর মধ্যেই আদা জানালেন তাঁর পরবর্তী কাজের খবর

আদা জানালেন তাঁর পরবর্তী কাজের খবর

Adah Sharma: আদা শর্মা অভিনীত কেরালা স্টোরি এখন চর্চার তুঙ্গে। শুধুই কি তাই! এই ছবি যে বলিউডের প্রথম সব থেকে বেশি আয় করা জনপ্রিয় মহিলাকেন্দ্রিক ছবি। এই ছবির সাফল্যের মাঝেই অভিনেত্রী তাঁর আগামী কাজের আভাস দিলেন।

গত ৫ মে মুক্তি পায় সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ছবিটি নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক ছিল। কিন্তু সেটা মুক্তি পাওয়ার পর বিতর্কের জল অনেক দূর পর্যন্ত গড়ায়। যেতে হয় সুপ্রিম কোর্ট পর্যন্ত। একটা ছবি নিয়ে এত ঝামেলা, বিতর্কের মাঝে যেন দর্শকদের মধ্যে ছবিটা দেখার আগ্রহ বৃদ্ধি পেতে থাকে। পরিণাম? এই ছবির বক্স অফিস কালেকশন। বর্তমানে আদা শর্মা অভিনীত এই ছবিটি হল বলিউডের সব থেকে বেশি আয় করা মহিলাকেন্দ্রিক ছবি। তবে অভিনেত্রী এই ছবির সফলতা নিয়ে মেতে থাকেননি। এর মধ্যেই তিনি জানিয়ে দিলেন আগামীতে তাঁকে কোন ছবিতে দেখা যেতে চলেছে।

অভিনেত্রী তবে আগামী কাজের বিষয়ে জানিয়েছেন, ‘আমায় আগামীতে ‘দ্য গেম অব গিরগিট’ ছবিতে দেখা যাবে। সেখানে আমি পুলিশের ভূমিকায় অভিনয় করব। এই ছবিটা বেশ অন্যরকম। ‘ব্লু হোয়েল’ অ্যাপটির উপর ভিত্তি করে এটিকে তৈরি করা হয়েছে। কয়েক বছর আগে এই অ্যাপটি নিয়ে ভীষণ চর্চা শুরু হয়েছিল। তবে এই ছবিটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে।'

তবে কেবল এই ছবিটিই নয় তাঁকে আরও একটি কাজে দেখা যেতে চলেছে। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি এই ‘দ্য গেম অব গিরগিট’ সহ আরও দুটি ছবি 'দ্য কেরালা স্টোরি'র আগেই শুট করেছিলাম। কিন্তু এটাই আগে মুক্তি পেল। গত বছর অগস্ট মাসে আমরা দ্য গেম অব গিরগিটের শ্যুটিং করেছিলাম। এটার শ্যুটিং ভোপালে হয়েছিল। এছাড়া আমি তারে জমিন পার ছবি দর্শিল সাফারির সঙ্গে একটি ছবিতে কাজ করেছি। ওটা একটা খুব অদ্ভুত থ্রিলার ছবি ছিল। ভীষণ অদ্ভুত ছবিটা। তবে কাজ করতে খুব মজা হয়েছিল।'

প্রসঙ্গত সদ্যই আদার জন্মদিন গেল। ১১ মে তাঁর জন্মদিন ছিল। অভিনেত্রী জানালেন এই বছর তিনি তাঁর জন্মদিনে সব থেকে বেশি অ্যাটেনশন পেয়েছেন। এটা আগে কখনই হয়নি। অন্যদিকে আদার দ্য কেরালা স্টোরি ইতিমধ্যেই প্রায় ২০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। পাঠানের পর এখনও পযর্ন্ত এটাই বলিউডের এই বছরের সব থেকে বেশি আয় করা ছবি।

বন্ধ করুন