ভারতীয় টেলিভিশনের সবচেয়ে চর্চিত শো নিঃসন্দেহে বিগ বস। করোনা সংকটে এখন ঘরবন্দি গোটা দেশ। তাই বিগ বস হাউজের রেশ অনুভব করেছে ভারতবাসী। এর মাঝেই বিগ বসের নতুন সিজন নিয়ে ফিরছেন সলমন খান। সেপ্টেম্বর মাসেই শুরু হবে কালার্সের এই চর্চিত রিয়ালিটি শো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারা অংশ হচ্ছেন বিগ বসের ১৪ নম্বর সিজনে? সেই নিয়েও কানাঘুষো চলছে বলিউড ও টেলিউডের অন্দরে।
সূত্রের খবর বিনোদুনিয়ার তিন পরিচিত নাম ইতিমধ্যেই এই শোয়ের অংশ হতে রাজি হয়েছেন। যার মধ্যেই দুজন টেলিভিশন ইন্ডাস্ট্রির হার্টথ্রব। মু্ম্বই মিররকে বিগ বসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘অবশ্যই সলমন খান এই শোয়ের অংশ হচ্ছেন। দু মাসের ভিতরেই শুরু হবে বিগ বস। চলতি সিজনের প্রতিযোগী হিসাবে অনেকেই রয়েছেন। তবে টেলিভিশন অভিনেতা ভিভিয়ান ডিসেনা,নিয়া শর্মা, এবং শেখর সুমন পুত্র অধ্যায়ন সুমনকে খুব সম্ভবত দেখা যাবে বিগ বস সিজন ১৪’।
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখর সুমন পুত্র অধ্যায়ন। শেখর বারবার সোশ্যাল মিডিয়ায় সুশান্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। রাজ: দ্য মিস্ট্রি কন্টিউজের মতো ছবিতে দেখা গেলেও বলিউডে নিজের পায়ের মাটি শক্ত করতে পারেননি অধ্যায়ন। তবে কঙ্গনা রানাওয়তের বয়ফ্রেন্ড হিসাবে একটা সময় চর্চায় থেকেছেন অধ্যায়ন।
অন্যদিকে ইন্ডিয়ান টেলিভিশনের হ্যান্ডসম ভ্যাম্পায়ার ভিভিয়ানও কার্লাসের অন্যতম পরিচিত ও পছন্দের নায়ক। এই চ্যানেলেই মধুবালা এবং শক্তি..অস্তিত্ব কে এয়সাস কি'র মতো হিট শোয়ের হিরো থেকেছেন ভিভিয়ান। অংশ নিয়েছেন ঝলক দিখলা জা সিজন ৮ এবং ফিয়ার ফ্যাক্টর: খতরোকে খিলাড়ি সিজন ৭।
নাগিন ফোরের লিড হিরোইন নিয়া শর্মা দুবার এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নায়িকার তালিকায় সেরার শিরোপা জিতে নিয়ে চমকে দিয়েছিলেন সকলকে। বলিউড সুন্দরীদেরও এই তালিকায় পিছনে ফেলেছেন নিয়া।
সূত্রের খবর বিগ বসের আসন্ন সিজনের উইকএন্ড কা ওয়ার হোস্ট করতে ১৬ কোটি টাকা পারিশ্রমিক নিতে চলেছেন সলমন খান! অর্থাত্ এপিসোড প্রতি আট কোটি টাকা।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পানভেলের ফার্ম হাউজ থেকেই বিগ বস সিজন ১৪-র ঘোষণা সংক্রান্ত প্রমো শ্যুট করতে পারেন সলমন খান।
জানা যাচ্ছে, জ্যাসমিন ভসিন, আলিশা পনওয়ার, আঁচল খুরানা, আকাঙ্ক্ষা পুরি,আরুশি দত্তা, মানসী শ্রীবাস্তব, করণ কুন্দ্রা, জান খানের মতো সেলেব্রিটিদের কাছে বিগ বস সিজন ১৪-র অফার রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কারুর নামই সামনে আসেনি।