বাংলা নিউজ > বায়োস্কোপ > Adhyayan Suman: ‘নিজেকে হিরো ভাবার কিছু নেই...’ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে হীরামান্ডি খ্যাত অধ্যয়ন সুমন, কেন?

Adhyayan Suman: ‘নিজেকে হিরো ভাবার কিছু নেই...’ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে হীরামান্ডি খ্যাত অধ্যয়ন সুমন, কেন?

অধ্যয়ন সুমন

Adhyayan Suman: নাম মাত্র কয়েকটি দৃশ্যে তাকে দেখা গেলেও হীরামণ্ডি সিরিজে তার চরিত্রটি ছিল যথেষ্ঠ গুরুত্ত্বপূর্ণ, এমনটাই মনে করছেন অভিনেতা।

অভিনেতা অধ্যয়ন সুমন, যাকে সম্প্রতি সঞ্জয় লীলা বনশালি-র হীরামন্ডিতে দেখা গেছে, কয়েক সপ্তাহ ধরে সক্রিয়ভাবে তিনি এই নেটফ্লিক্স সিরিজের প্রচার করছেন। অধ্যয়ন এই সিরিজে অভিনীত দুই অভিনেতার মধ্যে একজন যিনি দুটি চরিত্রে অভিনয় করেছেন। নিজের  প্রতিভা প্রদর্শনের সুযোগ পাওয়ার জন্য বনশালি কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে, অধ্যয়ন বলেছিলেন যে একদিক দিয়ে যেমন তিনি যখন সারা বিশ্বে ভক্তদের কাছ থেকে প্রচুর প্রশংসা পাচ্ছেন, অপরদিকে কিছু নেগেটিভ কমেন্টেরও সম্মুখীন হতে হয়েছে তাকে।

আরও পড়ুন: (‘জো-এর সঙ্গে বিচ্ছেদে খারাপ মা-এর তকমা দেওয়া হয়’, মুখ খুললেন প্রিয়াঙ্কার প্রাক্তন জা সোফি টার্নার)

কেউ কেউ বলেছেন, 'ভাই, গোটা সিরিজে মাত্র ৫টি দৃশ্য ছিল আপনার, আপনি কেন একজন নায়কের মতো আচরণ করছেন?' আমি ভেবেছিলাম আমি এই বিষয়ে কোনও কথা বলবো না, কিন্তু এটা একটা মজার ব্যাপার। অনেক ভালোবাসার মাঝে এই ঘৃণার অংশ আমি প্রকাশ করতে চাই না। নিউজ ১৮ এর সঙ্গে একটি সাক্ষাত্কারে তিনি এই বক্তব্য রাখেন।

অধ্যয়ন আরও বলেন, সিরিজটি যদিও সম্পূর্ণ নারীকেন্দ্রিক, কিন্তু আমার চরিত্রটি ছোটো হলেও যথেষ্ঠ গুরুত্বপূর্ণ।তার চরিত্রের নাম জোরোয়ার। তিনি মনে করেন মানুষের মনে চাপ ফেলার জন্য মূল ভূমিকা অভিনয় করতে হবে তার কোনও মানে নেই। কোনও একটা দৃশ্যও একজনের গোটা ভাগ্য বদল করে দিতে পারে। 

হীরামান্ডির দ্বিতীয় সিজন আসবে কিনা তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হয়তো তা আসবে কারণ বনশালি স্যার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা না করলেও এই বিষয়ে বারবারই বলেছেন।তিনি এটাও বারবার বলেছেন যে এই অভিনেতাদের সঙ্গে তিনি আবারও কাজ করতে চান। এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। এইবার নবাবরা আরও বেশি উত্তেজিত’।

যদিও আইএমডিবি দ্বারা সম্প্রতি প্রকাশিত একটি ভিডিয়োতে, বনশালি দ্বিতীয় সিজন হবে কিনা তা নিয়ে  সন্দেহ প্রকাশ করেন।তিনি মনে করেন কেউ এমনকি তিনি নিজেও এই সিরিজ আর বানাতে পারবেন না, কারণ এই সৃষ্টি একবারই হয়।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

৯ অগস্টের ভোর ৩টে ৪২ মিনিট থেকে কী করেছিল সঞ্জয়, পুঙ্খানুপুঙ্খ বিবরণ চার্জশিটে ৯৮ শতাংশই মুসলিম, কাশ্মীরের সেই গুরেজে ভালো ভোট পেল BJP, হিসেব দিলেন অমিত মালব্য খয়রাশোল বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে জনস্বার্থ মামলার অনুমতি দিল হাইকোর্ট দুর্গাপুজোর প্রাক্কালে জামিন পেলেন তাপস মণ্ডল, ৫৯৫ দিন জেলে ছিলেন মানিক ঘনিষ্ঠ বিজেপির প্রাক্তন জোটসঙ্গী হওয়ার খেসারত? ২৫ বছরের ইতিহাসে সবথেকে খারাপ ফল পিডিপির মুলতান টেস্টে ইংরেজ বোলারদের নাস্তানাবুদ পাক দলের! পিচ দেখে খচে বোম পিটারসেন-ভন হরিয়ানার ভোটে 'বাজিগর' বিজেপি, নেপথ্যে ধর্মেন্দ্র এবং এক বাঙালি জম্মু ও কাশ্মীরে মুখ থুবড়ে পড়ল BJP, উপত্যকায় কোন কাঁটায় বিদ্ধ পদ্ম? NC-কংগ্রেস ঝড়ে বিজেপি সভাপতিরও হার জম্মু-কশ্মীরে, কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? Health Tips: পুজোর মরসুমে হঠাৎ অসুস্থতার হাত থেকে বাঁচাবে এই সবুজ ফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.