২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল ধড়ক নে দো’ সিনেমাটি মুক্তি পায় যেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীর সিং, অনিল কাপুর, ফারহান আখতার, শেফালি শাহ, প্রিয়াঙ্কা চোপড়া এবং অনুষ্কা শর্মাকে। তবে আরও একজন ছিলেন যাকে প্রথমে এই সিনেমার জন্য বেছে নেওয়া হয়েছিল, কিন্তু কোনও কারণ ছাড়াই আচমকা সিনেমা থেকে বাতিল করে দেওয়া হয় তাঁকে।
‘ওয়েলকাম’, ‘বাজিগর’, ‘দিল’ সহ আরও বহু সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন যিনি তিনি হলেন আদি ইরানি। ‘দিল ধড়ক নে দো’ সিনেমার জন্য তাঁকে বেছে নিয়েছিলেন পরিচালক জোয়া আখতার। তারপর হঠাৎ কি হল?
আরও পড়ুন: 'সিধু পাজিই আবার ফিরে এসেছে…', প্রয়াত গায়ক মুসেওয়ালার ভাই-এর ছবি দেখে বলছে নেটপাড়া
আরও পড়ুন: বিদেশমন্ত্রী এস জয়শংকরের প্রশংসায় পঞ্চমুখ, তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে কার পক্ষ নিলেন জন আব্রাহাম?
সম্প্রতি ফিল্মি মন্ত্র মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা আদি ইরানি জোয়াকে অপেশাদার বলে অভিহিত করেন। আদি বলেন, ‘একবার নয়, দুবার ‘দিল ধড়ক নে দো’ সিনেমার জন্য অডিশন দিয়েছিলাম আমি। অডিশন ভীষণ পছন্দ হয়েছিল পরিচালকের। আমাকে বলা হয়েছিল, একটি প্রধান চরিত্রের জন্য আমাকে বেছে নেওয়া হয়েছে।’
আদি আরও বলেন, ‘প্রথম অডিশনের পর আমাকে আবার ডাকা হয় দ্বিতীয় অডিশনের জন্য। আমার দ্বিতীয় অডিশন ভীষণ পছন্দ হয়েছিল তাঁর। সিনেমায় পরমিত শেট্টির ভূমিকায় বেছে নেওয়া হয়েছিল আমাকে। অনিল কাপুরও নিশ্চিত করেছিলেন যে আমি সিনেমায় আছি। তখন ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমার শ্যুটিং চলছিল, সেখানেই কথা হয় আমাদের।’
আরও পড়ুন: অথৈ জলে ‘কৃষ ৪’, সিনেমা থেকে সরে দাঁড়ালেন পরিচালক-প্রযোজক
আরও পড়ুন: অবসর ঘোষণার পরেও বড়পর্দায় অমিতাভ! ‘কল্কি’ সিক্যুয়েলে থাকবেন শাশ্বতও?
‘বাজিগর’ খ্যাত অভিনেতা বলেন, ‘সবকিছু চূড়ান্ত হওয়ার পরেও আমাকে আর ডাকা হয়নি। আমাকে কেন বাদ দিয়ে দেওয়া হলো, সেটাও আমাকে কেউ জানায়নি। জোয়া যখন নিজেই আমার অডিশন নিয়েছিল তখন ওর একবার আমার সঙ্গে কথা বলা উচিত ছিল। এটা ভীষণভাবে আনপ্রফেশনাল একটা ব্যাপার।’
প্রসঙ্গত, আদি ইরানি শুধু ‘বাজিগর’ বা ‘ওয়েলকাম’ নয়, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘দিল’, ‘আনাড়ি নাম্বার ওয়ান’ সহ বহু বলিউড সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। কখনও কমেডি চরিত্রে কখনও আবার খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। ‘শশশ.. ফির কই হে’ নামক হরর ধারাবাহিককেও অভিনয় করেছেন তিনি।