বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো মেগা সিরিয়াল ‘মিঠাই’। আড়াই বছর পরেও অটুট জি বাংলার এই মেগার জনপ্রিয়তা। কিন্তু একটু একটু করে দিন ঘনিয়ে আসছে ‘মিঠাই’-এর। দিন কয়েকের মধ্যেই ছোটপর্দা থেকে বিদায় নেবে এই মেগা, তার সুর বেঁধে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। কলাকুশলীদের সোশ্যাল মিডিয়া পোস্টেও মিলছে ইঙ্গিত। কিন্তু কবে শেষ হচ্ছে মিঠাই সে খবর এখনও নাকি কারুর জানা নেই।
দু-দিন আগে আদৃত রায়ের একটি পোস্টে মন কেঁদে উঠেছিল ভক্তদের। অনেকেই পুরো পোস্ট না পড়ে হা-পিত্যেশ শুরু করেছিলেন ‘মিঠাই’ শেষ। সিরিয়াল শেষ না হলেও ‘মিঠাই’-এর সেট বদল ঘটেছে তা তো আগেই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এবার প্রকাশ্যে এল মিঠাই ভক্তদের সাধের ‘মনোহরা’ ভেঙে ফেলার ছবি! হ্যাঁ, মিঠাই-এর পুরোনো সেট ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যেই, সেই ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ। যা দেখামাত্রই একদিকে যেমন মন খারাপ মিঠাই ভক্তদের, তেমনই ক্ষোভে ফুঁসছেন তাঁরা। অনেকেরই প্রশ্ন, ‘খুব কি দরকার ছিল? এই সেটেই কি শেষ হতে পারত না সিদাই-এর গল্প?’
এক মিঠাই ভক্ত লেখেন-- ‘মিঠাইের সিরিয়ালটার প্রত্যেক সদস্য যেমন আমাদের কাছে তেমন এই ‘মনোহরা’ নামক বাড়িটাও আমাদের খুব কাছের ছিলো। এর নানা কোণে গাথা ছিল- কত গল্প,কত ইমোশন,ক তো ভালোবাসা,কতো হাসি কান্না….আমাদের সেই সিদাইয়ের রুমটা, খুব আফসোস লাগছে…'। অপর একজন লেখেন, 'আমাদের প্রাণের চেয়ে প্রিয় মনোহরা… চিরকাল আমাদের মনের মনিকোঠায় থেকে যাবে’।
সিরিয়ালের সেট ভাঙার ছবি শেয়ার করে পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস লেখেন, ‘ভাঙা গড়ার খেলা… এই সেদিন মনোহরা তৈরি হয়েছিল আর ভাঙা হচ্ছে’। এই আবেগঘন পোস্ট দেখে নিজেকে আটকাতে পারেননি ‘মিঠাই’ সৌমিতৃষাও। তবে মন শক্ত করে লিখেছেন, ‘নতুনকে জায়গা ছেড়ে দিতে হয় এইভাবেই রাজেন দা’।
আপতত ভারতলক্ষ্মী স্টুডিও-রই অন্য একটি ফ্লোরে হচ্ছে ‘মিঠাই’-এর শ্যুটিং। ঠিকানা বদলেছে, তবে শেষ দিনের শ্যুটিং তা এখনও জানা নেই। আগামি কয়েক সপ্তাহের মধ্যেই ইতি পড়বে তা বেশ স্পষ্ট। মিঠাই-সহ টিমের বাকি সদস্যরাও একটু একটু করে ‘মিঠাই’-এর স্মৃতি তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। মোদক পরিবারের মেজো মেয়ে শ্রীতমা ওরফে দিয়া মুখোপাধ্যায়ের একটি পোস্ট সম্প্রতি কাঁদিয়ে ছেড়েছে ভক্তদের। মনোহরাকে শেষদিন বিদায় জানাতে না-পারার আফসোসের কথা জানিয়েছে দিয়া লিখেছেন, নতুনদের জায়গা দিতে বোধহয় এইভাবেই সরে যেতে হয়।
মিঠাই শেষ হওয়া প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দিয়া জানান, 'কবে শেষদিনের শ্যুটিং তা জানা নেই। তবে এখন অন্য একটা সেটে শ্যুটিং হচ্ছে'। মিঠাইয়ের সেট ভেঙে সেখানে তৈরি হবে ‘ফুলকি’র সেট। তারপর পুরোদমে জি বাংলা প্রোডাকশনের নতুন মেগার কাজ চলবে সেখানে। শোনা যাচ্ছে, সন্ধ্যা ৬টা স্লটেই নাকি আসবে ‘ফুলকি’। চ্যানেলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে সকলে।