রাখি সাওয়ান্তের দাম্পত্য কলহ চরমে! দ্বিতীয় স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে আগেই মারধর, বিকৃত যৌনাচার, চুরির মতো অভিযোগ এনেছিলেন রাখি, একবার ফের বোমা ফাটালেন অভিনেত্রী। রিয়ালিটি শো কুইনের দাবি রাখির ‘নগ্ন ভিডিয়ো’ শ্যুট করে তা মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছে আদিল। ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী। রাখির কথায়, ‘আমার নগ্ন ভিডিয়ো শ্যুট করেছে আদিল, এবং লোকজনকে সেগুলো বেচেছে। আমি সাইবার ক্রাইমে সেই নিয়ে অভিযোগ জানিয়েছি’। তনু চান্দেল নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন আদিল, সেই অভিযোগও রয়েছে রাখির।
বৃহস্পতিবারও আদালতে পৌঁছে রাখি মিডিয়ার ক্যামেরার সামনে জানান, 'আদিল আমাকে ঠগিয়েছে। ওর কখনই জামিন পাওয়া উচিত নয়। এইজন্য আমি নিজে এখানে এসেছি। আমার মেডিক্যাল পরীক্ষা হয়েছে, আমি প্রমাণ জমা দিয়েছি। আদিল আমার উপর অকথ্য অত্যাচার করেছে, আমার থেকে ওটিপি নিয়ে সব পয়সা নিয়ে নিয়েছে।
গার্হস্থ্য হিংসা, চুরি-সহ রাখির একাধিক অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার মুম্বই পুলিশ গ্রেফতার করেছিল আদিলকে। বুধবার আদালতে তোলা হলে আদিলকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
৬ই ফেব্রুয়ারি আদিলের নাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাখি। পরদিন রাখির বাড়িতে ফের হামলা চালায় আদিল, অভিযোগ অভিনেত্রীর। সেইসময়ই ওশিওয়াড়ার থানার পুলিশ আদিলকে গ্রেফতার করে।
পুলিশের তথ্যানুসারে ২০২২ সালের জানুয়ারি মাসে পরিচয় আদিল ও রাখির। এরপর একসঙ্গে একটি বিজনেস অ্যাকাউন্ট খোলেন দুজনে। পরবর্তীতে ২০২২ সালের জুন মাসে ওই অ্যাকাউন্ট থেকে ১.৫ কোটি টাকা তুলে নেন আদিল, নতুন গাড়ির কেনবার নাম করে। বুধবার গভীর একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন রাখি। ৫ মাস পুরোনো সেই ভিডিয়োতে আদিলকে বলতে শোনা গিয়েছে রাখির কাছ থেকে নেওয়া ১.৫ কোটি টাকা চার মাসের মধ্যে ফিরিয়ে দেবে সে। রাখির অভিযোগ সেই টাকার এক পয়সাও ফেরত পাননি তিনি।
আরও পড়ুন-অপ্রাকৃত যৌনতা,শারীরিক হেনস্থার অভিযোগ! রাখির স্বামী আদিলের ১৪ দিনের জেল হেফাজত
আদালত চত্বরে রাখি আরও বলেন, ‘আমি একটা জীবন্ত লাশ। আমি একটুও খুশি নয় আদিল জেলে গেছে বলে। কী জন্য খুশি হব? আমি তো বিয়ে করেছিলাম সংসার করব বলে, মা হতে চয়েছিলাম। কিন্তু আট মাস ধরে আমি যা সহ্য করেছি তা ভাষায় প্রকাশ করতে পারব না’।