ইংলিশ ভিংলিশ, কবির সিং, অব্যক্ত, আহারে মন, ফোর্স টু, লুটেরা, লাইফ অফ পাই, ইতি শ্রীকান্ত সহ বহু সিনেমায় অভিনয় করেছেন আদিল হুসেন। তবে সম্প্রতি হলিউডের একটি সিরিজের একটি পর্বে অভিনয় করার দরুন বেশ ভালই লাভবান হয়েছে অভিনেতা। কী এমন ঘটল?
সম্প্রতি সাইরাস ব্রোচা - এর সাইরাস সেস পডকাস্টে হাজির হয়েছিলেন আদিল। সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেতা একটি মজাদার ঘটনা শেয়ার করেন সকলের সঙ্গে। আদিল বলেন, ‘আমি স্টার ট্রেক: ডিসকভারির তৃতীয় সিজনে অভিনয় করেছিলাম। যদিও এর আগে লাইফ অফ পাই সহ একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছি আমি। তবে এই সিরিজে অভিনয় করার অভিজ্ঞতা কিছুটা অন্যরকম।’
আরও পড়ুন: ‘ছাপড়ি লাগছে, আগে ভালো ছিলে…’! জিতুর সঙ্গে ডিভোর্স, আচমকা চুলের কী হাল নবনীতার
আরও পড়ুন: ‘থেরাপি নিতে হয়…’ ছবির জন্য অবসাদে ডুবে গিয়েছিলেন দিবাকর! কিন্তু কেন?
আদিল বলেন, ‘আমি টোরেন্টোর পাইনউড স্টুডিওয়ে গিয়েছিলাম, আমাকে ১০ দিনের শুটিংয়ের জন্য আসতে বলা হয়েছিল। আশ্চর্যজনকভাবে ১০ দিন শুধুমাত্র আমার পোশাকের পরিমাপ নিয়েছিল ওঁরা।এই সিরিজের তিন পর্বের অতিথি শিল্পী হিসাবে আমাকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। অনুষ্ঠান শেষে খুব সামান্য অর্থ প্রদান করেন ওঁরা।’
আদিলের কথায়, ‘আমাকে তখন খুব সামান্য অর্থ প্রদান করা হলেও এরপর যখনই এই সিরিজ থেকে অর্থ উপার্জন হয় তার ১ শতাংশ অর্থ পাই আমি। মোটামুটি প্রতি তিন বা চার মাসে আমি ৫ লাখ টাকা করে পাই। ২০১৯ সালে আমার শুটিং হয় যা ২০২০ সালে প্রিমিয়ার হয়।’
আরও পড়ুন: ‘মায়ের বিয়ে খেতে এলাম…’, পিয়ালির বিয়েতে এসে মন্তব্য় ‘ছেলে’ বন্ধনের, কত্ত বড় হল রাখি?
আরও পড়ুন: ‘মায়ের বিয়ে খেতে এলাম…’, পিয়ালির বিয়েতে এসে মন্তব্য় ‘ছেলে’ বন্ধনের, কত্ত বড় হল রাখি?
প্রসঙ্গত, এই সিরিজে আদিল আদিত্য সাহিলের ভূমিকায় অভিনয় করেছেন। আদিত্য স্টারফ্লিটের একমাত্র সদস্য যিনি প্রায় ৪০ বছর স্পেস স্টেশনে একজন অফিসারের অপেক্ষায় কাটিয়েছেন।