অলিম্পিক্সের ভাইরাল শুটারকে নাকি অভিনেতা আদিল হুসেনের মতোই দেখতে! আর সেই জন্যই তুর্কির এই শুটারের ভাগের সমস্ত শুভেচ্ছা পাচ্ছেন অভিনেতা! গোটা বিষয় দেখে যেমন তাজ্জব বনে গিয়েছেন তিনি। তেমনই মজাও পেয়েছেন।
আরও পড়ুন: টেলর সুইফটের কনসার্টেই প্রেমের গুঞ্জনে সিলমোহর! শাড়ি পরে আদিত্যর বাহুলগ্না হয়ে ধরা দিলেন অনুষা
কী ঘটেছে?
এদিন একটি টুইট করেন এক ব্যক্তি। সেখানে আদিল হুসেন এবং ইউসুফ ডিকেকের দুজনের ছবিই পাশাপাশি পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা হুয়েছে, 'আদিল হুসেন স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি অলিম্পিক্সে রূপো পাওয়ার জন্য। তুর্কির হয়ে তিনি এটা জিতলেন। শ্রদ্ধা।'
আরও পড়ুন: 'একটা সময় এমন এসেছিল যখন আমি সম্পূর্ণ একা হয়ে...' বিগ বস OTT ৩ জয়, তবুও কেন এমনটা বললেন সানা?
আর এই পোস্ট দেখেই ভারী মজা পেয়েছেন অভিনেতা। এমনকি প্রতিক্রিয়াও জানিয়েছেন। আদিল এই পোস্টের উত্তরে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, 'আমার মনে হয় না ভুল করে এই পোস্ট করা হয়েছে। বরং জেনে বুঝেই করা হয়েছে। আমিও প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম কিন্তু পরে বেশ মজা পেয়েছি। অবাকও হয়েছি।' তিনি আরও জানান তাঁদের দুজনের চশমা এবং পাকা চুল ছাড়া আর কোনও কিছুই মিল নেই। তবে এই টুইট যে নিছক মজা করার জন্যই বানানো হয়েছে সেই বিষয়ে তিনি নিশ্চিত। এবং মজাও পেয়েছেন।
আদিল এই বিষয়ে সেই ভাইরাল টুইটের উত্তরও দিয়েছেন। সেই পোস্টে তিনি লেখেন, 'ইশ এটা যদি সত্যি হতো! আশা করি এখনও তেমন দেরি হয়নি। কী বলেন এখন থেকে প্র্যাকটিস শুরু করি। আমার সেই অ্যাটিটিউড আছে। খালি স্কিলের উপর কাজ করতে হবে।'
প্রসঙ্গত আদিল হুসেনকে বর্তমানে উলঝ ছবিতে দেখা যাচ্ছে। এই ছবিটিতে জাহ্নবী কাপুরও আছেন। সদ্যই মুক্তি পেয়েছে এই ছবিটি। ২ অগস্ট রিলিজ করল এই ছবিটি।