বাংলা নিউজ > বায়োস্কোপ > Adipurush first look: রামচন্দ্র রূপে ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, প্রকাশ্যে এল ‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক

Adipurush first look: রামচন্দ্র রূপে ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, প্রকাশ্যে এল ‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক

আদিপুরুষ ছবির লুকে প্রভাস

Adipurush first look: ‘আদিপুরুষ' ছবির লুক শেয়ার করলেন প্রভাস। ছবিতে আরও অভিনয় করেছেন সইফ আলি খান, কৃতি শ্যানন প্রমুখ।

অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল 'আদিপুরুষ' ছবির ফার্স্ট লুক। ফের চমক রাখতে আসছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস। তাঁর আসন্ন বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ’। পরিচালনায় ওম রাউত। ছবিতে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন সইফ আলি খান, কৃতি শ্যানন প্রমুখ।

শুক্রবার নেটমাধ্যমের 'আদিপুরুষ'-এর ফার্স্ট লুক শেয়ার করেন প্রভাস। ইংরেজি, তামিল, তেলুগু, মালায়লম এবং কানাড়া ভাষায় পোস্টার লুক শেয়ার করেন তিনি। পোস্টারে তীর ধনুক হাতে আকাশের দিকে তাকিয়ে, হাটু গেড়ে মাটিতে বসে থাকতে দেখা গিয়েছে অভিনেতাকে। অনেকেরই ধারণা এই ছবিটি নাকি প্রভাসের কেরিয়ারের সবথেকে বড় ছবি হতে চলেছে। আরও পড়ুন: Vikram Vedha: টাকা উঠে আসবে! টুইটার বলছে হৃতিক রোশন, সইফ আলি খানের 'বিক্রম বেদা' সুপারহিট

ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে প্রভাস ক্যাপশনে লিখেছেন, আগামী ২ অক্টোবর সন্ধ্যায় ‘আদিপুরুষ’ ছবির নতুন পোস্টার ও টিজার প্রকাশ করা হবে। ছবিটি তিন ভাগে নির্মিত হচ্ছে। ২০২৩ সালের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। আরও পড়ুন: Bhediya teaser: ঘুটঘুটে অন্ধকার জঙ্গলে ‘ভেড়িয়া’র তাড়া! লোম খাড়া করার মতো টিজার প্রকাশ্যে

এই ছবিতে প্রভাসকে দেখা যাবে রামচন্দ্রের রূপে। সইফকে দেখা যাবে রাবণের চরিত্রে এবং কৃতিকে সীতার চরিত্রে। ছবির শ্যুটিং হয়েছে মুম্বই এবং হায়দরাবাদে। বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ভিএফএক্স-এর বড়সড় ভূমিকা রয়েছে ছবিতে। ভূষণ কুমার এবং কৃষাণ কুমারের 'আদিপুরুষ' হল ভারতীয় মহাকাব্যের একটি রূপান্তর। আরও পড়ুন: টলিউডের ‘টোয়াইলাইট’, এটাই নাকি ছিল বাংলার প্রথম ভ্যাম্পায়ার ছবি! হিরো প্রসেনজিৎ

ছবির জন্য বিশেষ দৈহিক গঠনের দরকার। সেজন্য প্রভাস ও সইফ প্রচণ্ড পরিশ্রম করছেন বলে জানিয়েছিলেন পরিচালক ওম রাউত। হিন্দি, তেলুগু, তামিল, মালায়লম ও কানাড়া ভাষায় মুক্তি পাবে ছবিটি।

বন্ধ করুন