বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রভাসের 'আদিপুরুষ'-এর বিরুদ্ধে টুকলির অভিযোগ, পোস্টার থেকে দৃশ্য— সব নাকি টোকা

প্রভাসের 'আদিপুরুষ'-এর বিরুদ্ধে টুকলির অভিযোগ, পোস্টার থেকে দৃশ্য— সব নাকি টোকা

একটি পোস্টারকে ঘিরে বিতর্কে ‘আদিপুরুষ’।

'আদিপুরুষ'-এর একাধিক পোস্টার জুড়ে রয়েছেন দক্ষিণী তারকা প্রভাস। তাঁকেই দেখা যাবে ছবির মুখ্য চরিত্রে।

ছবি মুক্তি পেতে এখনও খানিক দেরি। তার আগেই বিতর্কে জড়ালো ওম রাউতের 'আদিপুরুষ'। নির্মাতাদের বিরুদ্ধে ছবির পোস্টার 'নকল' করার অভিযোগ তুলেছে একটি অ্যানিমেশন সংস্থা।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ছবিটির একাধিক পোস্টার। বানর সেনা স্টুডিয়োজ নামক সেই সংস্থার দাবি, অতীতে মহাদেবকে নিয়ে তৈরি তাদের একটি পোস্টারের আদলে তৈরি হয়েছে 'আদিপুরুষ'-এর একটি পোস্টার। দু'টি ছবিকে পাশাপাশি রেখে একটি কোলাজ তৈরি করে তা নেটমাধ্যমে পোস্ট করেছে সেই অ্যানিমেশন সংস্থাটি। সেই ছবির সঙ্গে লেখা, 'মনে হয় শিবের এই ছবি থেকে অনুপ্রাণিত হয়েই নির্মাতারা 'আদিপুরুষ'-এর প্রথম লুকের পোস্টারটি তৈরি করেছেন।'

এখানেই শেষ নয়। ছবিটির প্রযোজনা সংস্থাকে তাদের কটাক্ষ, 'খুবই লজ্জার বিষয়, যিনি আসল শিল্পী অর্থাৎ শিল্পকর্মটি যাঁর, টি সিরিজের উচিত তাঁর নাম উল্লেখ করা।'

পোস্টটি ছড়িয়ে পড়তেই ছিছিক্কার নেটমাধ্যমে। সেই পোস্টের নীচে একজন লিখেছেন, 'অনুপ্রাণিত নয়, বলুন নকল করেছে।' অন্য জনের টিপ্পনি, 'এ তো কপি-পেস্ট!'

'আদিপুরুষ'-এর একাধিক পোস্টার জুড়ে রয়েছেন দক্ষিণী তারকা প্রভাস। তাঁকেই দেখা যাবে ছবির মুখ্য চরিত্রে। যে পোস্টারকে ঘিরে যাবতীয় বিতর্ক, সেটি জুড়েও রয়েছেন শুধু তিনিই। অনুরাগীদের একাংশ 'আদিপুরুষ'-এর সঙ্গে 'বাহুবলী'র তুল্যমূল্য বিচার করছেন। অনেকের মতে, শুধু মাত্র এস এস রাজামৌলীই পারেন প্রভাসকে নিখুঁত ভাবে পর্দায় মেলে ধরতে।

'আদিপুরুষ'-এর বেশ কয়েকটি দৃশ্য নাকি 'টুকে' দেওয়া হয়েছে 'প্ল্যানেট অফ দ্য এপস', 'লর্ড অফ দ্য রিংস', 'অ্যাকোয়াম্যান'-এর মতো ছবি থেকে। ওম রাউতের ছবিকে এমনও অভিযোগ তুলেছেন সিনেপ্রেমীদের একাংশ।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ছবিটির টিজার। কোটি কোটি টাকা দিয়ে তৈরি ছবির দুর্বল ভিএফএক্সের জন্য সমালোচিত নির্মাতারা। বলা হচ্ছে, এই ছবির তুলনায় বেশ কয়েক বছর আগে তৈরি হওয়া 'বাহুবলী'র ভিএফএক্সের মান ছিল উন্নত।

বন্ধ করুন